পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>もVり ইংরেজের জয় । ১৬ শত হস্ত দূরে দক্ষিণে আত্ম-কাননের নিকট একটী পুষ্করিণী। তাহার নিকট আর একটী বৃহত্তম | পুষ্করিণী ; এই পুষ্করিণী দুইটী মৃত্তিকার বাঁধে। ] পরিবেষ্টিত। পরে ১৬৫ পৃষ্ঠায় অঙ্কিত চিত্রে স্থান- | সমাবেশের স্পষ্ট নির্ণয় হইবে । ক চিহ্নিত স্থান । মৃত্তিকী-স্তােপ , খ চিহ্নিত স্থানটী পুষ্করিণী। SLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSMSSSLSSSLSLSLSLS প্রতারণায় পরাজয় | ജ്ഞ> ২৩শে জুন নবাবের সৈন্য গড় হইতে নিঃসৃত | হইয়া যুদ্ধার্থ অগ্রসর হইল। সুদৃঢ় বৃত্যুহ রচিত হইয়াছিল। ফরাসিয়া চারিটীি কামান সহ বৃহৎ পুষ্করিণীর নিকট অবস্থিতি করিলেন । ফরাসিসেনা এবং ভাগীরথীর মধ্যে श्ौ বড় কামান স্থাপিত | হইল। এক জন দেশী সৈনিকপুরুষ কাম । চালাইবার ভার পাইলেন। তঁহাদের পশ্চাৎ | ভাগে রহিলেন, বিশ্বাসী সেনাপতি মীরমদন সঙ্গে ৫ সহস্ৰ অশ্বারোহী এবং ৭ সহস্ৰ পদাতি । で去で*卒ごヘト三r তাহারই নিকটে বীর মােহনলাল। মীর মদনে ।