পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

فہ 어ri 1 S RNO ভ্রদক্ষেপ না করিয়া একেবারে কলিকাতা অভিমুখে যাত্রা করিতে দৃঢ় সংকল্প হন । । a সিরাজুদ্দৌলার নামে ক্লাইব যে সব পত্র আনিয়াছিলেন, পলতায় পৌঁছিয়াই, তিনি তাহ। নবাবের নিকট পৌছাইয়া দিবার জন্য কলিকাতার তাৎকালিক গবরণীর মাণিকৰ্চাদকে পাঠাইয়া দেন । মাণিকৰ্চাদ উত্তরে লিখিয়া পাঠান,-“পত্র নবাবকে পাঠাইতে পারিব না।” ১৫ই ডিসেম্বর ওয়াটসন সাহেব নবাষকে পত্র লিখিয়াছিলেন । অন্ধকূপবিচারে এ পত্রের মর্ম্ম প্রকাশিত হইয়াছে। কলিকাতা এবং হুগলী পুনরাধিকৃত হইবার পূর্বে ওয়াটসন এ পত্রের কোন উত্তর প্রাপ্ত হন নাই । যুদ্ধ আনিবার্য্য, এই সিদ্ধান্ত করিয়া ওয়াটসন । ও ক্লাইব কলিকাতা অভিমুখে যাত্রা করেন। ২৭শে ডিসেম্বর তঁাহারা মায়াপুরে উপস্থিত হন। এইখানে সৈন্যেরা জাহাজ হইতে অবতরণ করিয়া বজবজ -দুৰ্গাভিমুখে যাত্রা করে । **

  • বজবজ কলিকাতার দক্ষিণ-পূর্বে । ছয় ক্রোশ পথ হইবে।

মায়াপুর বীজ বজের পাঁচ ক্রোশ দক্ষিণ ।