পাতা:ইংরেজের জয় বা আরকট অবরোধ ও পলাশী.pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S87 ইংরেজের জয় । কেবল ষড়যন্ত্র করিতে উত্তেজিত নহেন, | মালিসন সাহেবের মতে সেনাপতি এবং সভাসদ । গণও কলুষিত হইয়াছিলেন । O ইংরেজের প্ররোচনায় মীরজাফরপ্রমুখ ব্যক্তিবর্গ গোপনে রুদ্ধদ্বার গৃহে কাশীমবাজারের কুঠির অধ্যক্ষ ওয়াটস সাহেবের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছিলেন । ণ, উমিচান্দ এই ষড়যন্ত্রের মধ্যস্থ ব্যক্তি ছিলেন। গোপনে গোপনে তিনি উভয় পক্ষের । কথা সঞ্চালন করিতেন। ইংরেজ ইতিহাসলেখ- | কেরা বলেন, উমিচাঁদ অবসর বুঝিয়া ৩০ লক্ষ টাকার আকাঙ্ক্ষা করিয়াছিলেন। তঁহার উপর । ক্লাইবের সন্দেহ হইয়াছিল। তিনি বুঝিয়াছিলেন, উমিচাঁদ যাহা চাহিতেছেন, তাহা না দিলে সকল রহস্য ভেদ হইবে । নবাব যখন পূর্বে কলিকাতা | আক্রমণ করিয়াছিলেন, তখন উমিচাঁদের যে অর্থ নষ্ট হইয়াছিল, ইংরেজ কোম্পানী তাঁহাকে

  • মুরশিদাবাদে জগৎ শেঠের ভবনে রাজা মহেন্দ্র, রাজা রামনারায়ণ, রাজা কৃষ্ণদাস, মীরজাফর প্রভৃতি সিরাজুদ্দৌলাকে রাজ্যচুত করিবার সংকল্পে

গোপনে মন্ত্রণা করিয়াছিলেন। দুইবার মন্ত্রণা হইয়াছিল। ক্ষিতীশবংশ বলী-চরিত ।