পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হকীকত রায় । T I নহে। হকীকত মুসলমান বালকের এরূপ বাক্য পুনঃ পুনঃ শুনিতে শুনিতে ধৈৰ্য্যহীন হইয়া উঠিলেন । বালক বুদ্ধির প্রভাবে তিনি “উলটা জবাব” দিবার অভিপ্ৰায়ে মহম্মদ-তনয়া ফাতেমা বিবিকে লক্ষ্য করিয়া কয়েকটি অন্যায় শব্দ প্রয়োগ করেন । র্তাহার সেই অসম সাহস সন্দর্শন করিয়া মুসলমান বালকেরা সহসা চমকিত হইয়া উঠে-কোন হিন্দুবালক যে মুসলমানদিগের শ্রদ্ধেয় ব্যক্তিদিগকে লক্ষ্য করিয়া এরূপ বাক্য কহিতে পারে, এ ধারণা তাহদের আদৌ ছিল না । সুতরাং হকী কতের সাহসিকতায় তাহদের বিস্ময় উৎপাদিত হওয়া অতীব স্বাভাবিক । কিন্তু সে বিস্ময় অধিক কাল স্থায়ী হইল না, মুহূৰ্ত্ত মধ্যে তা ০ ভীষণ ক্ৰোধে পরিাণত হইল। তাহারা হকাকতের প্রতি নানা কটুক্তি প্রয়োগ করিয়া র্তাহাকে প্ৰহার করিতে উদ্যত হইল । কিন্তু সেই সময় মৌলবী ८शं বিদ্যালয়ে পুনরাগত হওয়ায় তাহারা আর তাহাকে প্ৰহার করিতে সাহস করিল না ; কিন্তু সকলে দলবদ্ধ হইয়া তাহার নিকট হকী কতের বিরুদ্ধে অভিযোগ উপস্থিত করিল। শিক্ষক তখন তাহদের প্রত্যেককে জিজ্ঞাসা করতঃ হকীকতের দোষটি সম্যকৃরূপ অবগত হইয়া, হকীকতকে আত্মপক্ষ সমর্থনের জন্য আদেশ করিলেন । হকী কত ঠাৎ উত্তেজনাবশে যে অন্যায়কাৰ্য্য করিয়া ফেলিয়াছিলেন, পরে তজজন্য যথেষ্ট মনঃক্লেশ অনুভব করিতেছিলেন । কাজেই শিক্ষক জিজ্ঞাসা করতে না করিতেই তিনি স্পষ্ট বাক্যে স্বীয় দোষ স্বীকারপূৰ্ব্বক বলিলেন—“পূৰ্ব্বে উহারা আমাদের দেবতাকে লক্ষ্য করিয়া অন্যায় বলিলে আমি সহ করিতে না পারিয়া । ঐরূপ বলিয়াছি । পরন্তু ইনলোগোকে পীছে কিয়া হৈ ।”* তাহার এই উত্তরে শিক্ষক অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি স্বয়ং

  • ১৩১৫ সালের ভারতীতে সুবেগসিংহ ও সবজ সিংহ প্ৰবন্ধোক্ত চরিত্রের সহিত মিলাইয়া দেখুন।