পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিপাহী যুদ্ধের দুইটি চিত্ৰ । মানের ধৰ্ম্মনাশের কথা শুনিয়া আরও উত্তেজিত হইয়া উঠিলেন। তাহদের সহিত সেই অশীতিপর বৃদ্ধ নবযুবকের ন্যায় তেজস্বিতা’ সহকারে ইংরেজ দমনে প্ৰবৃত্ত হইলেন। সিপাহীগণের সঙ্গে তিনি আরায় উপস্থিত হইলেন, অমনি দানাপুর হইতে সিপাঙ্গীরা আসিয়া তাহার সহিত যোগ দিল। র্তাহার দক্ষিণ হস্ত স্বরূপ "ঠ্যাহার। ভ্ৰাত অমরসিংহ সর্ব প্রকার আয়োজনের জন্য ব্যগ্ৰ হইলেন। আরার সাহেব মহলে ভীতির সঞ্চার হইল। কুমার সিংহের আদেশে আরার ধনাগার লুষ্ঠিত হইল। কয়েদিগণ নিস্কৃতি পাইল । কালেক্টরীর জমি জমা কাগজ ব্যতীত আদালতের অনেক কাগজ নষ্ট করা হইল। রেলওয়ে ইঞ্জিনীয়ার বিকাস বয়েনের একটি ক্ষুদ্র দোতালা বাটী সাহেবদিগের দুর্গের স্থানীয় হইল। পঞ্চাশ জন শিখ সৈন্য তাহার রক্ষার জন্য নিযুক্ত হইল। কুমার সিংহ তাহা অধরোধ করিয়া অধিকারের চেষ্টা করিতে লাগিলেন। প্রথমতঃ তাহাতে অগ্নি সংযোগের চেষ্টা হইল। পরে সুড়ঙ্গে বারুদ পূর্ণ করিয়া তাহা উড়াইবার চেষ্টা করা হইল, কিন্তু ইংরেজের আবার প্রতিকূল কার্য্যের দ্বারা তাহ ব্যর্থ করিয়া দিলেন। কুমার সিংহ দুইটি কামান আনিয়া তাহার সম্মুখে স্থাপন করিলেন। ইংরেজের কয়েকটি গুরু আনিয়া তাহার সম্মুখে রাখিলেন এবং তাছাদের মধ্য দিয়া গুলি চালাইতে লাগিলেন। কুমার সিংহ দুৰ্গ অধিকার করিতে সক্ষম না হইলে ও পশ্চাৎপদ হইলেন না । সমস্ত আর অধিকার করিয়া তিনি ইংরেজদিগের খাদ্য দ্রব্য বন্ধ করিয়া দিলেন। অনাহারে ইংরেজদেগের মধ্যে ঘোর দুর্দশা উপস্থিত হইল । *আরার অবরোধ শুনিয়া দানাপুরের সেনাপতি লরেড একদল ইউরোপীয় ও শিখ সৈন্য আরায় পাঠাইয়া দেন। কাপ্তেন ডানবার তাহাদিগকে লইয়া আরার অভিমুখে অগ্রসর হইলেন। নিশীথ রাত্ৰিতে তাহারা আরার নিকটে উপস্থিত হইলে একটি আম্রকুঞ্জ হইতে ধূমাগ্নি উদগীরণ করিয়া শ্রাবণের ধারার ন্যায় গুলি বৃষ্টি আরম্ভ হইল। সৈন্য সহ