পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিপাহী যুদ্ধের দুইটি চিত্র। VO বলিতেছি। বাল্যকালে দুর্ভেদ্য রোটাস দুর্গের পার্বত্য প্রদেশে মৃগয়া করিয়া যিনি চিরজীবন তেজস্বিতাকে আপনার প্রিয়ুসঙ্গিনী করিয়া রাখিয়াছিলেন, র্যাহার প্ৰেতিকাৰ্য্যে বিরোচিত কৰ্ত্তব্য পালন ও উদারতা প্ৰকাশ পাইতি, যিনি দীন দরিদ্রের কষ্ট নিবারণের জন্য অনেক ভূমি নিষ্কর। প্ৰদান করিয়া শেষে নিজেই দরিদ্র- প্ৰায় হইয়া ਚੋ ਸ਼ਬਗਜ, আজিও বিচার প্রদেশে যাহার উদারতার কাহিনী গৃহে গৃহে কথিত হইয়া থাকে, এবং যিনি বরাবর ব্রিটিশ গবৰ্ণমেণ্টের অনুরক্ত ছিলেন। ভারতের সেই অসন্তোষের স্রোত ভঁহাকে ও ভাসাইয়া লইয়া যায় । অত্যধিক উদারতার জন্য কুমার সিংহ ঋণজালে জড়িত হইয়া পড়েন। সাহাবাদের কালেক্টরের নিকট তেজন্য অনেক মোকদম উপস্থিত হয় । শেষে রেভিনিউ বোর্ড সেই সমস্ত মোকদ্দমার বিচার নিম্পত্তি করিয়া কুমার সিংহকে বিপন্ন করিয়া তুলেন । কুমার সিংহ ঋণ পরিশোধের জন্য সময় প্রসার্থনা করিলে রেভিনিউ বোর্ড তাহা অগ্ৰাহ্য করেন, এবং এক মাসের মধ্যে টাকা না দিলে তঁহার জমিদারীর সহিত গবৰ্ণমেণ্টের কোনই ংস্রব থাকিবে না, এইরূপ অভিপ্ৰায় প্ৰকাশ করেন। কুমার সিংহ মনে করিয়া ছিলেন যে, তিনি গবৰ্ণমেণ্টের একজন অনুরক্ত প্ৰজা হওয়ায়, গবৰ্ণমেণ্ট তাহার জমিদারী রক্ষা করিবেন । কিন্তু বোডের উক্তরূপ আদেশে তাহার মস্তকে অপনি সম্পতি হইল । তিনি এই অল্প সময়ের মধ্যে টাকা সৰ্প গ্ৰহ কfবতে না পারায় অত্যন্ত ক্ষতিগ্ৰস্ত হইয়া পড়েন, এবং গবৰ্ণমেণ্টের ব্যবহারে ‘অত্যন্ত মৰ্ম্মাহত হন । কুমার সিংহের অসন্তোষের কথা লইয়া লোকে নানারূপ করিয়া তুলিল। সিপাহী যুদ্ধের প্রাক্কালে তাহাকে রাজনৈতিক অসন্তোষ বলিয়া, গবৰ্ণমেণ্টের কৰ্ম্মচারিগণ বাখ্যা করিতে প্ৰবৃত্ত হইলেন। বাস্তবিক তখনও পৰ্যন্ত কু ’র সিংহ গবৰ্ণমেণ্টের বিরুদ্ধে উথিত হওয়ার কল্পনাও BBD DDDSDDD DBD BDD S BDDD BBBDDD BaDBD DDBBS 0 KKB