পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VV) शैङिछानिक छिद्ध । লজিক্যাল ডিপার্টমেণ্ট” কর্তৃক সেই মসজিদ রক্ষিত হওয়া সম্বন্ধে আমরা এখন কিছু বলিতে, পারি না। মসজিদটী অত্যন্ত পুরাতন। সেই প্ৰস্তর লিপির প্রথম ছত্ৰ হইতেই বুঝা যায় যে, ন8৯ হিজিরায় ২৬ জেলহজ সোমবারে উহার ভিত্তি ংস্থাপিত হইয়াছিল । দ্বিতীয় ছত্ৰে নিৰ্ম্মাতার নাম পাওয়া যায়, তাহার নাম মীর্জা মুরাদ খা । কয়েক ছত্র পরে পুনরায় তাহার নাম এবং র্তাহার পিতাম নাম ( জহর আলি খ্যা ) কাক সাল পাওয়া যায়। কাকসাল কথাটার প্রকৃত অর্থ বুঝা যায় না। সম্ভবতঃ উহ। তাহদের জাতীয় নাম অথবা উহ। তাহার পিতার উপাধি। ‘আলি খান” এবং 'রাফি” এই কথা দুইটীর অর্থ যথাক্রমে সামাজিক উচ্চ পদবী এবং গৌরবান্বিত । প্ৰথম দুই লাইনের পরেই আমরা এক অদ্ভুত ঘটনার আনুপূকিবাক । বিবরণ প্ৰাপ্ত হই। এই ঘটনা মসজিদের ভিত্তি-স্থাপনের ঠিক পরের দিনেই ঘটে। ইহা হইতে প্ৰতীয়মান হয় যে, সেই প্ৰস্তর লিপির উপরে লিখিত কথাগুলি এই অদ্ভুত ঘটনা বিষয়ক । আবদুল সামাদ নামক এক ব্যক্তি ( যিনি আপনাকে ফকির বলিয়া পরিচয় দিয়াছেন )। ঘটনার সহিত বিশেষভাবে সংশ্লিষ্ট । তাহার এই বিনীত পদবী হইতেই প্ৰতীয়মান হয় যে, তিনিই সেই প্ৰস্তর লিপির রচয়িতা। আমরা যতদূর বুঝিতে পারিয়াছি, তাহাতে গল্পটী এই :- মসজিদ শেষ হওয়ায় অথবা আরম্ভ হওয়ার ঠিক পূৰ্ব্ব দিন ( এ বিষয় আমরা ঠিক বলিতে পারি না, কারণ কতকগুলি কথা অস্পষ্ট ) দুইটী পারাবত উক্ত আবদুল সামাদের সম্মুখে আসিয়া উপস্থিত হয়। র্তাহাকে অভিবাদন এবং তঁহার গুণগান করিয়া তাহারা বলিল যে, তাহারা মক্কা হইতে আসিয়াছে এবং উক্ত মসজিদে বাসা নিৰ্ম্মাণ করিবার নিমিত্ত অনুমতি প্ৰাৰ্থনা করে । ফকির তাহাদের প্রার্থনা পুৰ্ণ করিতে ’ইতস্ততঃ করেন ; কারণ মসজিদটী অত্যন্ত ছোট, তাহাতে বাসা নিৰ্ম্মাণ করিলে