পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ከፖ डिशनिक 5िल् । তাহার রূপলাবণ্য ও পবিত্ৰ ভাব দর্শনে সকলে তঁহাকে “মা লক্ষ্মী” BBS KBDBOB BB DDBDD BDB DDDBD uLDB BDBDDD S DDS এবং সেট নামেই তিনি ইতিহাসে প্ৰসিদ্ধ হইয়া আছেন । গঙ্গাধর রাও এর অন্তিমকাল উপস্থিত হইলে তিনি দকত্ত পুত্ৰ গ্ৰহণের জন্য রাজকৰ্ম্মচারীদিগের নিকট প্রার্থনা করিলেন । লর্ড ডালহৌসী অমত প্ৰকাশ করেন, এবং ঝাসিকে ব্রিটীশ সাম্রাজ্য ভুক্ত করার জন্য আদেশ দেন । ইতিমধ্যে গঙ্গাধর রাও পরলোক গত হইলে লক্ষ্মীবাই পুনর্বার দত্তক গ্রহণের জন্য গবৰ্ণমেণ্টের নিকট অনুমতি চাহেন। কিন্তু রাজকৰ্ম্মচারীরা তাহার কথায় কৰ্ণপাত করিলেন না। ব্রিটিশ এজেণ্ট তাঁহাকে ঝাসি ছাড়িয়া দিবার জন্য অনুরোধ করিতে লাগিলেন। লক্ষ্মীবাই উত্তর দিলেন, “মের ঝাঁসি নেহি দেঙ্গে” । কিন্তু ব্রিটীশ গবৰ্ণমেণ্ট শেষে, ঝাসি ব্রিটিশ সামাজ্য ভুক্ত করিয়া লইলেন। লক্ষ্মীবাই অবমানিত হইয়া ক্রুদ্ধ ফণিনীর ন্যায় অন্তরে অন্তরে গর্জন कgि ॐ व्ला?िाgव्ान्म । এই সময়ে রণোন্মত্ত সিপাহীগণ বঙ্গভূমি হটতে দিল্লী পৰ্য্যন্ত ধাবিত হইতে লাগিল। তাহদের রণ-হুঙ্কার বুন্দোলখণ্ডের পার্বত্য প্রদেশেও প্ৰতিধ্বনিত হইল, কিন্তু , লক্ষ্মীবাই অনুভূঙ্কার করিয়া তাহাকে নিবৃত্ত করিয়া ছিলেন, এবং ব্রিটীশ গবৰ্ণমেণ্টের নামে ঝাসি রাজ্য শাসন করিতে লাগিলেন । কিন্তু গবৰ্ণমেণ্ট তাহাকে সন্দেহ করিয়া লক্ষ্মীবাইকে আপনাদের বিপক্ষ শ্রেণীর অন্তভুক্ত করিয়া বসিলেন। লক্ষ্মীবাই তাহাতে আরও অবমানিত মনে করিলেন, এবং সহজে ঝাঁসি পরিত্যাগ করিব না বলিয়া কৃতসংকল্প হইলেন। ব্রিটিশ গবৰ্ণমেণ্ট তাহার হস্ত হইতে ঝাঁসি লওয়ার চেষ্টায় প্ৰবৃত্ত হইলে, লক্ষ্মীবাই সৈন্য সংগ্রহের আয়োজন করিতে লাগিলেন। দলে দলে সিপাহীগণ র্তাহার পতাকা মূলে আসিয়া সমবেত হইল। লক্ষ্মীবাই রমণীজনোচিত ভাব পরিত্যাগকািরয়া