পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিপাহী যুদ্ধের দুইটি চিত্র। କନ୍ଧ বীর-পুরুষের ব্ৰত অবলম্বন করিলেন । তিনি বৰ্ম্ম পরিহিত হইয়া অশ্বারোহণে সৈন্যদিগকে উৎসাহ প্ৰদান করিতে লাগিলেন। ব্রিটীশ সেনাপতি স্তার হিউরোজ লক্ষ্মীবাইএর সম্মুখীন হইয়া তাহার অসীম সাহস ও রণকৌশল দেখিয়া চমৎকৃত হইলেন। কয়েক মাস ব্যাপিয়া লক্ষ্মীবাই।এর সৈন্যের সহিত ব্রিটীশ সৈন্যের অবিরাম যুদ্ধ চলিয়াছিল। প্ৰথম সংঘর্ষে ব্রিটীশ সৈন্য বিশৃঙ্খল হইয়া পড়ে। পরে তাহদের অন্ত্রিবর্ষণে লক্ষ্মীবাই এর সৈন্য সংখ্যা হ্রাস হইলে, লক্ষ্মীবাই কল্লি নগরে আবার ব্রিটিশ সৈন্য মথিত করিবার চেষ্টা করেন। কল্লি অবশেষে ইংরাজদিগেরই অধিকৃত হয়। কিন্তু লক্ষ্মীবাইয়ের যুদ্ধনীতি বৃটিশ সৈন্যের হৃদয়ে ত্ৰাস ও বিস্ময় উৎপাদনা করিয়াছিল । ইহার পর গোয়ালিয়রের নিকটে শেষ যুদ্ধ হয়। সেই যুদ্ধের ফলে লক্ষ্মীবাই আত্ম বিসর্জন দিয়া ইতিহাসের পৃষ্ঠ উজ্জ্বল করিয়া গিয়াছেন। গোয়ালিয়রের নিকট উভয় পক্ষের ঘোরতর যুদ্ধ উপস্থিত হইলে, ব্রিটিশ সৈন্যগণ বিচলিত হইয়া পড়ে, কিন্তু ব্রিটিশ সেনাপতি কৌশলসহকারে লক্ষ্মীবাই এর সৈন্যগণকে মথিত করিলে, লক্ষ্মীবাই বিপক্ষের বৃহ ভেদ করিয়া যুদ্ধক্ষেত্ৰ হইতে অপসৃত হন । সেই সময়ে তাহার সহচরী জনৈক ইংরেজ সৈনিক কর্তৃক আহত হইলে লক্ষ্মীবাই তরবারির আঘাতে তাঙ্গার মস্তকচ্ছেদ করেন । কিছুদূর অগ্রসর হইলে একটি খালি পথিমধ্যে পড়ায় লক্ষ্মীবাই এর গতিরোধ হয়। তঁহার অশ্ব খাল পার হইতে অশক্ত হওয়ায় লক্ষ্মীবাই তাহাকে চালিত করিবার জন্য অনেক চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তঁহার সমস্ত চেষ্টা ব্যর্থ হইয়া যায়। এই সময়ে একজন ইংরেজ সৈনিক তথায় উপস্থিত হইয়া লক্ষ্মীবাইকে আক্রমণের চেষ্টা করিলে, লক্ষ্মীবাই তাহার সহিত অসিযুদ্ধে প্ৰবৃত্ত হন । সৈনিকের আক্ৰমণ অনেকক্ষণ পৰ্যন্ত ব্যর্থ করিলেও তাহার শেষ আঘাত লক্ষ্মীবাইএর মস্তকে পতিত হয় । বীর রমণী