পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R 8 डिझांनिक रुिद्ध । । ন্ধের সহিত তাহদের কোন সম্পর্ক রাখিয়া প্ৰবন্ধকে দীর্ঘ হইতে দীর্ঘতর করিতে আকাজক্ষা করি না, সুতরাং সে তর্ক উত্থাপন করিতে বিরত হইলাম। মূল কথা এষ্ট, বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বীদিগের বুদ্ধ, হিন্দুর দশাবতার মধ্যে গণ্য নহে এবং বুদ্ধও একজন নিচে । সমুদয় বুদ্ধের সংখ্যা ৩৮৭ হইতেও অধিক । এই প্ৰাচীন শাস্ত্ৰ-পাঠে আর একটা প্ৰয়োজনীয় প্রশ্নের মীমাংসা হয়। বৌদ্ধধৰ্ম্ম কাহার দ্বারা প্ৰচারিত হয় ? উত্তরে অনেকে বলিতে পারেন, বৌদ্ধ ধৰ্ম্মাবলম্বিবৃন্দ কর্তৃক ইত্যা প্ৰচারিত হইয়াছিল, কিন্তু এ কথা সত্য নয় । সর্ব প্ৰথমে ( আদিকালে ) তাহ হয় নাই । কনষ্টান টাইন নামক রাজার সাহায্য না থাকিলে খৃষ্ট ধৰ্ম্মের পতাকা আকাশ ভেদ করিয়া উঠিতে পারিত কিনা সন্দেহ এবং অশোক প্ৰভৃতি নরপতি না থাকিলে বৌদ্ধ ধৰ্ম্ম বিস্তৃত হইত। কিনা তাহা সংশয়ের বিষয়। কিন্তু বৌদ্ধেরা যখন বৌদ্ধমত প্রচার করিয়াছিল অথবা অশোক প্রভৃতি রাজাগণ যখন বৌদ্ধ হইয়া ঐ নবীন মত প্রচার জন্য যথেষ্ট সহায় হইয়াছিল তখন বৌদ্ধধৰ্ম্ম অনেকটা অগ্রসর হইয়া গিয়াছে। ইতার পূর্বে কাহাদিগের দ্বারা এই ধৰ্ম্ম প্ৰচারিত হয় ? ইহাই এক্ষণে আলোচ্য বিষয়। বিভীষণ বিরোধী না হইলে রাবণের ধ্বংস হইত না, আর মুসলমানেরা ঘরভেদী শত্রু না হইলে বাঙ্গালা দেশ হইতে মুসলমান রাজ্য নষ্ট হই ত না ; তান্তভাগ্য হিন্দুরাই বৌদ্ধ মত প্রচার করিয়া বৌদ্ধ ধৰ্ম্মের বীজ বপনের ক্ষেত্ৰ প্ৰস্তুত করিয়া দিয়াছে । এদেশের লোকে খৃষ্টান হইয়া যে পরিমাণে খৃষ্ট ধৰ্ম্ম প্রচার করিয়াছে, বিদেশীয় পাদ্রী প্ৰভু দিগের দ্বারা তাহার শতাংশের একাংশ ও বিস্তৃত হয় নাই, কিন্তু श्न्तूिধৰ্ম্মত্যাগী দেশীয় খৃষ্টানাপেক্ষা নিশাচরের ন্যায় গুপ্তভাবে যে সকল কপটচারী হিন্দু-সন্তান হিন্দু-সমাজে অবস্থান করিয়া এবং “হিন্দু’ বলিয়া পরিচয় দিয়া খৃষ্টানের মত আচার ব্যবহার করে, তাহাদিগের কুব্যবহারে