পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मझाद्राङ प्रक्षि° गि९८श्द्र °द्वि°ाम । 8 ዓ ৪ঠা সেপ্টেম্বর তারিখে র্যাহার জন্মগ্রহণ বৃত্তান্ত দিগদিগন্তে বিঘোষিত হইয়াছিল, সেই সিংহ শাবকতুল্য মহারাজ দলিপের শোচনীয় পরিণামেরকাহিনী বড়ই হৃদয়গ্রাহী। এই জন্য আমরা এ সম্বন্ধে কিঞ্চিৎ বিবরণ প্রকাশিত করিতে যত্নবান হইলাম । দ্বিতীয় শিখযুদ্ধের পর সদয় অভিভাবক লর্ড ডালহাউসী তাহার রক্ষণীয় বালক মহারাজ দলিপসিংহের রাজ্য আত্মসাৎ করলেন । ১৮৪৯ খ্ৰীষ্টাব্দের ২৯ মার্চ তারিখে লাহোর রাজপ্রাসাদে শিখ-দরবারের শেষ অধিবেশন হইল। সেই দিবস। ইংরাজমিত্ৰ মহারাজ রণজিৎ সিংহের শিশু, অভিভাবক ইংরাজের রক্ষণীয় বালক, পৈতৃক সিংহাসনে শেষবার অধিরোহণ করিলেন। সেই ভয়াবহ দিবসে অভিভাবক লর্ড ড্যালিহাউসী তাহার রক্ষণাধীন বালকের নিকট হইতে পাঞ্জাব বাজেয়াপ্তের নিম্নলিখিত রূপ সন্ধিপত্রে স্বাক্ষর করাইয়া লইলেন । যথা :- ১ম প্ৰস্তাব।—মহারাজ দলিপসিংহ ঠাহার ও র্তাহার উত্তরাধিকারিগণের হইয়া পঞ্জাবে তাহার সমুদয় দাবি স্বত্বাধিকার এবং স্বাধীন ক্ষমতা পরিত্যাগ করিবেন । ২য় ধারা।-ব্রিটিশ গবণমেণ্টের নিকট লাহোর দরবারের ঋণ পরিাশোধ ও যুদ্ধের ব্যয় নিমিত্ত, দরবারের সম্পত্তি যেরূপ প্রকারের হউক না। কেন এবং যে স্থানে পাওয়া যাইবে, সমুদয় মাননীয় ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর অধিকারভুক্ত হইবে । ৩য় ধারা —কোহিমুর হীরক লাহোররাজ কর্তৃক ইংলণ্ডের রাণীকে প্রদত্ত হইৰে। মহারাজ দলিপসিংহ নিজের, তাহার জ্ঞাতি ও অনুচরগণের ভরণপোষণ নির্বাহাৰ্থ মাননীয় ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর নিকট হইতে বাৎসরিক অনধিক পঞ্চলক্ষ ও অনূ্যন চারিলক্ষ টাকা বৃত্তি “পাইবেন । ৪ৰ্থ ধারা -মহারাজকে ' সন্মানের সহিত ব্যবহার করা যাইবে ।