পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ko ঐতিহাসিক চিত্ৰ । বিনিৰ্ম্মিত সুন্দর কারুকাৰ্য্যের কুরতার উপর মখমলের এক বহুমূল্য DDBEODDB DBBS sgDBES KBBEBD BDDBBBB DBDS DDDDDD KLBGB বস্ত্র ছিল এবং জাতীয় উষ্ণীষোপরি রত্নখচিত শিরপেচ, কণ্ঠদেশে তিননালাবিশিষ্ট সুবৃহৎ মুক্তার এক মালা ও কর্ণযুগলে সুবৃহৎ পান্নার বারবৌল । তাহার ভূষণ ছিল। যখন রাজসভায় আহুত হইতেন, তখন দলিপ সম্পূর্ণরূপে জাতীয় পরিচ্ছদ পরিধান করিতেন। ইংলণ্ডেশ্বরী ও তঁহার স্বামী প্রিন্স আলবার্ট দলিপকে সাতিশয় স্নেহ করিতেন । * একদা দলিপ রাজপ্রাসাদে যখন অবস্থান করিতেছিলেন, সেই সময় মহারাণী ভিক্টোরিয়া দলিপকে কোহিনূর হীরক দেখাইয়া জিজ্ঞাসা করিলেন “আপনি কি পূৰ্ব্বাপেক্ষা ইহা উত্তম হইয়াছে বিবেচনা করিতেছেন, আপনি কি ইহা স্বয়ং চিনিতে পারিতেছেন ?” দলিপ সোৎসুকে ও সোৎকণ্ঠায় বহুকালের পর বর্তাহার এই অমূল্যরত্ন দেখিয়া ইহা উত্তমরূপে দেখিবার নিমিত্ত গবাক্ষের নিকট আলোকে লইয়া গেলেন । কিছুকাল নিরীক্ষণ করিয়া দলিপ বলিলেন “পূৰ্ব্বাপেক্ষা ইহার জ্যোতিঃ বদ্ধিত ও আয়তন নুনি হইয়াছে।” এবং মহারাণীকে অভিবাদন করতঃ নম্রভাবে তাহার করে উহা প্ৰত্যাৰ্পণ করিলেন । দলিপের এই চিত্তসংযম অতিমাত্ৰ প্ৰশংসনীয় । মহারাজ দলিপসিংহ ১৮৫৬ খৃষ্টাব্দের ৯ই ডিসেম্বর তারিখে বিলাতস্থ ভারতীয় রাজসভার সভাপতিকে লিখিলেন “দশ বৎসর বয়ঃক্রমে অভিভাবক কর্তৃক পঞ্চনদ রাজ্য ইংরাজকরে অর্পণ করিতে আমি বাধ্য হইয়াছিলাম এবং উক্ত অভিভাবক ও মন্ত্রীদিগের পরামর্শে ব্রিটিশ গবৰ্ণমেণ্টকৃত সন্ধিধারা উদার বলিয়া স্বীকার করিয়াছিলাম । এক্ষণে আনি ভরসা করি যে ভবিষ্যতে যখন আমার সম্বন্ধে কোন বন্দোবস্ত করা je Sir John Login and Maharaja Duleep Singh. Page 336.