পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DDDD BEB DY BB Ске ইহাতে তাহার সমুদয় দাবী পরিশোধ হইবে।” ১৩শে জানুয়ারী ১৮৬o । ( স্বাক্ষর )-দলিপ সিংহ । * ইহার প্রায় এক বৎসর পরে মহারাজকে কতকগুলি কাৰ্য্য উপলক্ষে डाब्रड दg: अभिन्न कब्रेिड श्व् । SDDA S gBDBBYS SKBDD DBBD DDDBS tBtBBBDB SDDDBD পদাৰ্পণ করিলেন । কলিকাতায় আসিয়া তিনি স্পেন্সেস হোটেলে অবস্থান করিতে লাগিলেন ; এই স্থানেই কুমার শিবদেবের সহিত র্তাহার সাক্ষাৎ হইল। মহারাজের আবেদনে তদীয় জননী ভারতবর্ষে প্ৰত্যাগমন করিতে আদিষ্ট হইলেন । কলিকাতায় আসিয়া মহারাণী দীর্ঘকাল পরে পুত্ৰমুখ দেখিয়া বলিলেন, আর কখন তিনি পুত্ৰ হইতে বিচ্ছিন্ন হইবেন। না। অতুল সৌন্দৰ্য্যশালিনী বিন্দনের সে পূৰ্ব্বসৌন্দৰ্য্য তিরোহিত হইয়াছে। এখন তঁহার স্বাস্থ্য ভগ্ন ও দৃষ্টিশক্তি ক্ষীণ হইয়াছে। যৎকালে মহারাজ দলিপ কলিকাতায় স্পেন্সেস হোটেলে অবস্থান করিতেছিলেন, সেই সময় বহুসংখ্যক শিখসৈন্য চীন হইতে কলিকাতায় আইসে। দলিপ তথায় আছেন শুনিয়া তাহারা হোটেলের চারিদিক “বেষ্টন করতঃ আনন্দ কোলাহল করিতে লাগিল । গভর্ণর জেনারেল লর্ড ক্যানিং দলিপের প্রতি শিখ জাতির এইরূপ প্ৰগাঢ় ভক্তি দেখিরা ভঁহাকে পশ্চিমাঞ্চলে যাইতে দেওয়া যুক্তিসঙ্গত বোধ করিলেন না । তিনি অনতিবিলম্বে দলিপকে ভারতবর্ষ পরিত্যাগ করিতে আদেশ দিলেন। দলিপ সাহিলাদে এই প্ৰস্তাবে সন্মত হইলেন, কেননা ভারতবর্ষ তখন তঁাহার নিকট ভাল লাগিতেছিল না । মহারাণী সন্তান হইতে বিচ্ছিন্ন হইবার ক্লেশ সহ করিতে না পারায় তিনিও দলিপের সহিত ইংলণ্ডে যাইতে প্ৰস্তুত হইলেন। অনতিবিলম্বে দলিপ জননী-সমভিব্যাহারে ভারতবর্ষ পরিত্যাগ করিয়া জুলাই মাসে শ্বেতদ্বীপে উপস্থিত হইলেন।

  • বরাদাকান্ত মিত্ৰ-প্ৰণীত শিখযুদ্ধের ইতিহাস ।