পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 ঐতিহাসিক চিত্ৰ । আছে, তঁহার সময়ে দেবত্ৰ ব্ৰহ্মত্ৰে প্ৰায় ৫ লক্ষ বিঘা। ভূমি দান করা হইয়াছিল । ১৭৭০ খৃঃ অব্দে মহারাজ তিলকচন্দ্র পরলোক গমন <s (st মহারাজ তিলকচন্দ্রের পুত্ৰ তেজচন্দ্ৰ পিতার মৃত্যুসময় মাত্র ৬ বৎসর বয়স্ক ছিলেন । র্তাহার মাতা মহারাণী বিষণ কুমারীই মহারাজের নাবালক সময়েই রাজকাৰ্য্য পৰ্য্যবেক্ষণ করিতেন । সাবালক হইয়া তেজচন্দ্ৰ অত্যন্ত বিলাসী হইয়া পড়েন। ফলে তঁহার রাজকাৰ্য্যে অমনোযোগহেতু তাহার অনেকগুলি জমিদারী বাকীখাজানায় বিক্রয় হইয়া যায়। ১৭৯৩ খৃষ্টাব্দে দশসালা বন্দোবস্তের সময়েও তাহার অনেকগুলি জমিদারী হস্তচু্যত হইয়া পড়ে। ক্ৰমে জমিদারী কমিতে থাকায় কিছুকাল পরে তাহার স্বভাবের পরিবর্তন হয় । তিনি নিজে বিশেষ বিচক্ষণতার সহিত রাজ কাৰ্য্য পৰ্য্যবেক্ষণ করিয়া জমিদারী এবং নগদ সম্পত্তি প্ৰভূত পরিমাণে বুদ্ধি করেন। মহারাজ তেজচন্দ্ৰ অত্যন্ত দানশীল ছিলেন। কথিত আছে, তাহার নিকট হইতে কোন প্ৰাৰ্থী রিক্তহস্তে ফিরিত না । টাকাকে তিনি টাকা বলিয়াই গ্ৰাহা করিতেন না । রাজ্যের কোন কৰ্ম্মচারীর নিকটই তিনি হিসাব-নিকাশ চাহিতেন না । তাহার একমাত্র পুত্ৰ মহারাজ প্রতাপ চন্দ্র ১১৯৮ সালে জন্মগ্রহণ করেন । মহারাজার বড় ইচ্ছা ছিল শেষ বয়সে উপযুক্ত পুত্র হস্তে রাজ্যভার দিয়া তিনি শান্তিলাভ করিবেন। কিন্তু হায়! তাহার সে সাধ পুরিল না। ১২২৮ সালের পৌষ মাসে। মহারাজ প্ৰতাপচন্দ্র পরলোকগমন করেন । এই প্ৰতাপচন্দ্ৰ হইতেই জাল ‘প্রতাপচন্দ্রের’ স্বষ্টি। প্ৰতাপচন্দ্রের মৃত্যুর পর মহারাজ তেজচন্দ্ৰ মহাতাপ চন্দ্ৰকে দত্তক পুত্ৰ গ্ৰহণ করেন। ১২৩৯ সালে মহারাজ তেজ stल ब्र भूङ्ग। श्व । মহারাজ মহাতপ চন্দ্ৰও অতীব বিনয়ী, রাজনীতিজ্ঞ ও বিচক্ষণ নরপতি ছিলেন । ১৮৩৩ খৃষ্টাব্দে ভারতবর্ষের তদানীন্তন গভর্ণর জেনারেল লর্ড,