পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

द6भाका झाऊद२* । SON) উইলিয়াম বেন্টিঙ্কের সময় তিনি মহারাজাধিরাজ উপাধি খেলাত লাভ করেন। তাহার নাবালক অবস্থায় তাহার মাতা মহারাণী কমলকুমারী রাজকাৰ্য্য পরিচালনা করিতেন । ১৮৫৫ খৃষ্টাব্দে সাওতাল বিদ্রোহ এবং ১৮৫৭ খৃঃ অব্দে সিপাহী-বিদ্রোহের সময় তিনি বিপন্ন গভর্ণমেণ্টকে সাহায্য করিয়া ধন্যবাদ লাভ করেন । ১৮৬৪ খৃষ্টাব্দে তিনি ভারতবর্ষের ব্যবস্থাপক সভার সদস্যপদ লাভ করেন। এতদ্দেশীয়গণের মধ্যে র্তাহার পূৰ্ব্বে আর কেহই উক্তপদ লাভ করতে পারেন নাই। ভারত-সম্রাজ্ঞী মহারাণী ভিক্টোরিয়ার অন্ততম পুত্র ডিউক অব এডিনবরা ১৮৭০ খৃষ্টাব্দে যখন ভারতবর্ষে আসিয়াছিলেন, তখন তিনি বৰ্দ্ধমান রাজপ্রাসাদে শুভাগমন করিয়া মহারাজা মহাতাপকে সন্মানিত করিয়াছিলেন। মহারাজা নিজে বিদ্বান ও বিদ্যোৎসাহী ছিলেন। ১২৬৫ সালে তিনি মহষি বাল্মীকিকৃত মূল ও সরল ব্যাখ্যাসহ রামায়ণ এবং মহর্ষি বেদব্যাসকৃত মূল ও সরল ব্যাখ্যা সহ মহাভারত মুদ্রিত করিয়া সাধারণে বিতরণ করিতে আরম্ভ করেন। কিন্তু দুঃখের বিষয়, আরব্ধকাৰ্য্য শেষ হইবার পুৰ্ব্বেই `oክ4ፖò খৃষ্টাব্দে ৫৯ বৎসর বয়ঃক্রমকালে মহারাজ মহাতপ চন্দ্ৰ মৰ্ত্ত্য-লীলা সংবরণ করিয়াছেন । মহারাজ মহাতপ চন্দ্রের কোন ঔরসপুত্র না থাকায় তিনি এক দত্তকপুত্ৰ গ্ৰহণ করেন। ঐ দত্তক পুত্রের নাম আপ তাপ মহাতাপ বাহাদুর। মহারাজ মহাতাপািচন্দ্রের মৃত্যুর সময় আপতাপচন্দ্ৰ উনবিংশ বর্ষীয় নাবালক ছিলেন । তিনি সাবালক না হওয়া পৰ্য্যন্ত রাজ-দেওয়ান রাজা বনবিহারী কাপুর রাজকাৰ্য্য পরিচালনা করেন। ১৮৮১ খৃষ্টাব্দে মাপ তাপ চন্দ্র সাবালক হইয় গভর্ণমেণ্টের নিকট হইতে খেলাতসহ রাজসনন্দ গ্রহণ করেন । র্তাহার ২৪ বৎসর বয়সে মৃত্যু হয় ; কিন্তু অতি অল্পকাল রাজত্ব করিলেও তিনি তাহার পিতৃদেবের পুণ্যতম কীৰ্ত্তি রামায়ণ ও মহাভারত সম্পূর্ণ মুদ্রিত ও উহা সাধারণে বিতরণ করিয়া