পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঢাকার ইতিহাস । ( R ) ঢাকার অতীত প্ৰাচীন ইতিহাস অন্ধতম সাচ্ছন্ন। অতীতের কুহেলিীমাখা দুরধিগম্য গহবর হইতে তাহার উদ্ধার করা সুকঠিন। এই জেলার দক্ষিণভাগের আদিম ইতিহাসের সহিত খৃঃ পূঃ এক শতাব্দী পূর্বে আবিভূতি বিখ্যাত রাজা বিক্ৰমাদিত্যের নামের সংযোগ দেখা যায়। কিম্বদন্তী হইতে জানিতে পারা যায় যে, উক্ত নৃপতি ভারতের নানাদেশ পৰ্যটন করিয়া অবশেষে পূৰ্বাঞ্চলে আগমন করেন এবং তথাকার প্রাকৃতিক সৌন্দৰ্য্যে মুগ্ধ হইয়া সেখানে কিয়ৎকাল রাজদণ্ড পরিচালনা করিয়াছিলেন। রাজা বিক্ৰমাদিত্য স্বীয় পাণ্ডিত্য জ্ঞান এবং রাজনৈতিক শ্ৰেষ্ঠত্বের জন্য চিরদিন হিন্দু নরনারীর হৃদয়-সিংহাসনে সমাসীন থাকিয়া গৌরবের সহিত ভক্তি-পুষ্পাঞ্জলি পাইয়া আসিতেছেন। তাহার পূৰ্বাঞ্চলের আগমনসম্পর্কিত এই বিবরণের মধ্যে কোনরূপ সত্য নিহিত আছে বলিয়া মনে হয় না । কেহ কেহ অনুমান করেন, বিক্রমপুর পরগণার উৎপত্তি তঁহারই নামানুযায়ী হইয়াছে। অতঃপর আমরা যাহা জানিতে পারি। তাহাতে বোধ হয় যে, বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ভূইয়া নৃপতিগণ ভারতের পশ্চিমাংশ হইতে আগমন করিয়া গঙ্গার পূর্বদিকস্থ দিনাজপুর, রঙ্গপুর এবং পূর্ববঙ্গের অন্যান্য জেলায় আধিপত্য বিস্তার করিয়াছিলেন । তঁহার কোন সময়ে পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার করেন তাহার ঠিক সময় নিরূপণ করা অসম্ভব ; তবে ইহা অনুমান করা অসঙ্গত নহে যে, তঁহারাও রাজা বিক্ৰমাদিত্যের ন্যায় অতিশয় প্ৰাচীন সময়ে এ অঞ্চলে আগমন করেন। ভূইয়াদের পর আইন-আকবরী পাঠে জানিতে পারা যায় যে, খৃষ্টীয় দশম শতাব্দীতে এ অঞ্চলে পাল রাজবংশের আবির্ভাব হয় । ভুইয়া বংশের তিনজন নৃপতি এই জেলার উত্তরাংশে রাজত্ব