পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማbr ঐতিহাসিক চিত্ৰ । ভারত আক্রমণের কারণ যতদূর অবগত হওয়া যায়, তাহাতে বোধ হয় কাফেরদিগের রক্তে আপন জীবন পবিত্র করিবার বাসনাই একমাত্র না হউক তৈমুরের ভারত আক্রমণের প্রধান কারণ । সমরক্ষেত্রে কাফের বিনাশ করা মুসলসানের পক্ষে বড়ই সন্মানের বিষয়। যে ব্যক্তি সমরপ্রাঙ্গণে আরাতি নিপাত করিয়া ফিরিয়া আসে, সে ব্যক্তি বাজী সন্মানিত ব্যক্তি ; সুতরাং এই ধৰ্ম্মোন্মত্ত তাই যে তৈমুরলাঙ্গের ভারত আক্রমণের প্রাধান কারণ, ইহা বিশ্বাসযোগ্য বলিয়া বোধ তয় । ধৰ্ম্মের আবরণে লুক্কায়িত না হইয়া, অধৰ্ম্ম কখনই প্রবলভাবে প্ৰকাশিত হইতে পারে না। যুরোপ সমাজ এক কালে পৃথিবীপ্লোৰী নরশোণিতে কৰ্দমাক্ত হইয়া উঠিয়াছিল, তাহার কারণ এই যে, শোণিতপাতের মধ্যে ধৰ্ম্মের নাম নিবদ্ধ ছিল। আর পর্ক্সের নামেই সৈন্যগণ উৎসাহিত ও তৈমুর লঙ্গের এরূপ বীরত্ব শতগুণে বদ্ধিত হইয়াছে যে, সে বীরত্ব সমুদয় আসিয়াবাসীর গৌরবের সামগ্ৰী হইয়া উঠিয়াছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে, সে বীরত্ব গাঢ়, উদার ও ব্যাপক নয়, তাহ অনুদার, তাহা বিরোধের কারণ । তাই আজ তাহার ইতিহাস বীরত্বের ইতিহাস, মঙ্গত্ত্বের ইতিহাসরূপে পূজিত নয়। কালান্তক যমের ন্যায় বিচিত্র হওয়াতে, আমরা বিস্ময়বিমুগ্ধনেত্ৰে তাহার দিকে চাহিয়া থাকি। কিন্তু বিজয়ীর ন্যায় গ্ৰহণ করিয়া, দারিদ্র্য-মৌন হৃদয়ের পর্ণকুটীরের নিভৃত কোণে র্তাহাকে ভক্তি-পুষ্পে পূজা করিতে পারি না । জাফরিনামা পাঠে অবগত হওয়া যায় যে, তৈমুরের পুত্ৰ পীর মহম্মদ জাহাঙ্গীর কাবুল, গজনী প্ৰভৃতি প্রদেশ সমূহের শাসনকৰ্ত্তা নির্বাচিত হইয়া সুখ্যাতির সহিত শাসন পরিচালনের পর মুলতান আক্রমণের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হন। রাজ্য বিস্তার ইচ্ছাই বোধ হয় মুলতান আক্রমণের প্রধান কারণ। পীর মহম্মদ মুলতান আক্ৰমণ করিলে মুলা- ? তানের শাসনকৰ্ত্ত। সারঙ্গ আসি। হস্তে বীরপুরুষের ন্যায় সমরক্ষেত্রে অবতীর্ণ