পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bፖ መ w ঐতিহাসিক চিত্র। ধন হরণ করিবার জন্য যে বীর চলিয়া গেল, তাহার শাণিত অসিমুখে ভারত শ্মশানে পরিণত হইবে ! ইহা জানিয়া ও কি তুমি কোন প্ৰতীকারে সমর্থ হইলে না ? পর্মার প্রবল বন্যা পৃথিবী ধ্বংসের যে ইতিহাস রাখিয়া যায়, কাল স্বহস্তে তাঙ্গাকে মেহের আবরণে এমনি ঢাকিয় ফেলে যে, কোনখানে কোন চিহ্ন থাকে না । তৈমুর ভারতে উপস্থিত হইয়া, গৃহে গৃহে ষে গগনবিদারী ক্ৰন্দনের রোল তুলিয়াছিলেন, আজ হয়ত ইতিষ্ঠাসের জীর্ণ পত্রস্ত,প সরাইয়া আমরা সেই করুণ স্বরটা ঠিকভাবে হৃদয়ঙ্গম করিতে পারিব না । অলঙ্কারের কথা ছাড়িয়া দিয়া, সরল কথায় বলিতে পার। যায় যে, শত শত গৃহদগ্ধ হইয়াছে, শত শত নগর নগরী শ্মশানে পরিণত হইয়াছে ও লক্ষ লক্ষ ব্যক্তি হত হইয়াছে * । অপর কোন দেশে এরূপ ঘটনা ঘটিলে, হত বন্ধু-বান্ধবের তপ্ত নিশ্বাসে বায়ুমণ্ডল এরূপ উষ্ণতা প্ৰাপ্ত হইত যে, যুগযুগান্তরে মানব-মণ্ডলীকে ইহাতে দগ্ধ হইতে হইত। কিন্তু হায়! ভারতবাসী মরিতেই জন্মিয়াছে। সুতরাং তাহাদিগের হত্যায় কেন খেদ করিবে ? ক্ষুদ্র প্রবন্ধে তৈমুরের যাবতীয় অত্যাচারের কাহিনী বিবৃত করা সম্ভবপর নয়। সংক্ষেপে এইমাত্ৰ বলিতে পারা যায় যে, তিনি খোকার প্ৰভৃতি স্থানে যেরূপ পাশবিকতার পরিচয় দিয়াছেন, তাহা বৰ্ণনা করিতৃে, লেখনী অসমর্থ। গৃহে অগ্নি সংযোগ করা তাহার একটী নিত্যক্ৰিয়ী" মধ্যে পরিগণিত হইয়া উঠিয়াছিল। ভাতনির দুর্গ জয়ের পর দশ সহস্ৰ হিন্দুকে অগ্নিতে দগ্ধ করিয়া ভস্মীভূত করা হইয়াছিল । এরূপ পৈশাচিক The soldiers entered the town on the pretext of seeking for grain and a great calamity fell upon it (Tulambir) they set fire to the houses and plundered whatever they could lay their hands on. The city was pillaged and no houses escapsed..........Elliot.