পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cडभूद्धव्gश्रद्र डांब्रड अभिवं । br5) অ৷ ভমুখে যাত্ৰা করিলেন। এ সুদীর্ঘ কাল ধরিয়া যে হত্যার অভিনয় অনবরত চলিতেছিল, আজ তাহার পরিসমাপ্তি হইল। তৈমুর এই চুতাকাণ্ডের মধ্যে আপনার নাম বিখ্যাত করিয়া গিয়াছেন । কিন্তু চাত্যার বিষয় স্মরণ করিয়া, এ পৰ্য্যন্ত কেহই তাহার সুখ্যাতি করে নাই । তিনি বীর, সাহসী ও রণনিপুণ যোদ্ধা ছিলেন, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই ; কিন্তু হৃদয়ের যে মহত্ত্বগুণে, মানব দেবতারূপে পরিণত হয়, তাহার বিপুল যুদ্ধযাত্রার মধ্যে তাহার কোন সন্ধান পাওয়া যায় না । শ্ৰীহরিদাস গঙ্গোপাধ্যায় নন্দকুমার । * O) () শ্ৰীযুক্ত যোগীন্দ্ৰনাথ সমাদার মহাশয় নন্দকুমার সম্বন্ধে স্বীয় মন্তব্য প্ৰকাশ করিয়া বৈশাখের সুপ্ৰভাত পত্রে আমার প্রতি যে কয়েকটি প্রশ্ন করিয়াছেন, আমি নিমে যথাসাধ্য সেগুলির উত্তর প্রদান করিতেছি । উত্তর গুলি তাহার রুচিকর হইবে কি না বলিতে পারি না । কারণ, | টনি নন্দকুমারকে যেরূপ চক্ষে দেখিয়াছেন, তাহাতে আমাদের উত্তরে সে তিনি সন্তুষ্ট হইবেন, সেরূপ ভরসা অল্প, তবে আমরা নন্দকুমারকে LDDDK BBDBBSDDBD SDBDDBB SKSKDS DDBSYtDB Lg করিতেছি, উহাতে কতদূর কৃতকাৰ্য্য হইব। তাহ৷ সাধারণে বিচার করিবেন।

  • বৈশাখ মাসের সুপ্ৰভাত পত্রে শ্ৰীযুক্ত যোগীন্দ্রনাথ সমাদার মহাশয় নন্দকুমার সম্বন্ধে কটি প্ৰবন্ধ লিখিয়া তাহাতে আমাদের প্রতি কয়েকটি প্রশ্ন করায়, আমরা এই প্ৰবন্ধে SDDDD DDD SsKB BtBDSSKKDB DDY DLKKYJD KYBTD DBDLSS