পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O केडिशनिक 5िय । পাতিত্বদোষে অনেক পরিমাণে দুষ্ট তাহা অস্বীকার করা যায় না । এরূপ স্থলে মুতাক্ষরীণের মত যে সতর্কতার সহিত গ্রহণ করিতে হইবে, ইহাই আমরা বিবেচনা করিয়া থাকি ৷ ” মুতাক্ষরীণ সম্বন্ধে আমাদের বক্তব্য প্ৰকাশ করিলাম। এক্ষণে তাহাতে লিখিত দুষ্ট একটি বিষয়ের কথা বলিয়া আমরা যোগীন্দ্ৰ বাবুর অন্যান্য প্রশ্নের উত্তর দানে চেষ্টা করিব । মুতাক্ষরীণকার মহম্মদ রেজা খাঁর সহিত নন্দকুমারের বা বঙ্গার সম্বন্ধে যাহা লিখিয়াছেন, তাহাতে তিনি রেজা খার প্রতি সহানুভূতি দেখাইয়া নন্দকুমারের প্রতি একটু কটাক্ষ করিয়াছেন । রেজা থা কিরূপ ব্যক্তি ছিলেন র্যাহারা ছিয়া স্তরে মন্বন্তরের ইতিহাস আলোচনা করিয়াছেন, তাহারা অবগত অাছেন যে, রেজা খার চাউলের একচেটিয়া ব্যবসায় তাঙ্গার অন্যতম কারণ । তদ্ব্যতীত নিজমতের তহবিল তছরুপাত প্ৰভৃতি ব্যাপার র্যাহার দ্বারা ঘটিয়াছিল, তিনি GSSS BDBz DBBDBDDS DBDJJS S BBDD SY DDDLBD বিবেচনা করিয়া দেখিবেন । মুতাক্ষরীণ কার আর একটি কথা বলিয়াছেন যে, নন্দকুমারের মৃত্যুর DBB DDD BKKD KuBuDBDD DDDBS BEz DDDBD YLB BDD BB SBYBDBB নামের জাল সীল মোহরও পাওয়া যায় । এষ্ঠাটি মুতাক্ষরীণকারের গ্ৰন্থ ব্যতীত আর কোথায় ও দৃষ্ট হয় না। অন্যান্য সমসাময়িক ব্যক্তি যাহারা নন্দকুমারকে অন্যভাধে চিত্ৰিত করিয়াছেন, তঁাচারা কেহই ইহার উল্লেখ করেন নাই। অন্য কোন স্থানে ইহার বিন্দুমাত্র উল্লেখ না থাকায়, আমরা মুতাক্ষরীণকারের উপরোক্ত উক্তিকে স্বীকার করিতে পার

  • {1छे ।

তাহার পর যোগীন্দ্র বাবু নগেন্দ্ৰনাথ ঘোষ মহাশয়ের উক্তি উদ্ধত করিয়া, আমরা তৎসম্বন্ধে অনেক কথা খরচ করিয়াছি লিখিয়াছেন । নগেন্দ্ৰ বাবুর উক্তি সম্বন্ধে কেন আমাদিগকে অনেক কথা খরচ করিতে