পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-N9 ঐতিহাসিক চিত্ৰ । মূল্য অধিক ইহা কখনই বলা যায় না। দ্বিতীয়তঃ কলিকাতাবাসী অর্থে কি ওয়ারেন হেষ্টিংসের পদলেহনকারী জনকয়েক চাটুকার ? কলিকাতার সাধারণ লোক যে ইহাতে মৰ্ম্মাহত হইয়াছিল। তাহার যথেষ্ট প্ৰমাণ আছে । অনেকে এই হত্যার জন্য প্ৰায়শ্চিত্তের উদ্দেশ্যে গঙ্গাজলে বাপ দিয়াছিল, অনেকে কলিকাতা হইতে বালি প্রদেশে গিয়া বাস করিয়াছিল। তম্ভিল্ল বঙ্গদেশের ত কথাই নাই। ফলতঃ যোগীন্দ্র বাবুর এরূপ सेeखि ख्ाङाख्छ व्यञ्जाकझ नgन्ाङ् नाछे । আমরা যোগীন্দ্ৰ বাবুর প্রশ্নগুলির যথাসাধ্য উত্তর দানে চেষ্টা করিায়াছি। কেবল দুই একখানি গ্রস্থের মতের উপর নির্ভর করিয়া একটি সিদ্ধান্তে উপনীত হওয়া আমরা সমীচীন মনে করি না। সত্যনিষ্ঠা অবলম্বন করিয়া নিরপেক্ষ ভাবে বিচারের পর যেরূপ সিদ্ধান্ত স্থির হয়, তাহাই সাদরে গৃহীত হইয়া থাকে। আমরা কোন গ্রন্থের দোহাই দিতেছি না। নন্দকুমারের যে সমস্ত সৎকীৰ্ত্তি আজিও তাঁহার জন্মভূমিকে অলকৃত ও মুখর করিয়া রাখিয়াছে, যিনি মৃত্যুকালে বীরপুরুষের ন্যায় আপনার জীবন বিসর্জন দিয়াছিলেন, কেবলমাত্র সেইরূপ তাহার জীবনের দুই একটি ঘটনায় তাহাকে জনসাধারণ অপেক্ষা শ্রেষ্ঠ বলা যাইতে পারে। ওয়াটসনের নাম জাল করিয়া যিনি উমিচাঁদের সর্বনাশ সাধন করিয়াছিলেন, তিনি যদি Hero Rai, Art তাহার জন্য যদি স্মৃতিস্তম্ভ স্থাপনের চেষ্টা হয়, তাহা হইলে নন্দকুমারকে Hero বলিলে বোধ হয়, তত দোষের হইবে না। উপসংহার কালে যোগীন্দ্ৰ বাবুকে একটি কথা S BBBLL BB S DD DDBD DBDDBSDBDKKS YDBTK BD BDBDBDD DBDBDDDDDS BDB BBSDD BB DD DDBBD DBD gBBu দিলে তত দোষের হইবে না । সে উপদেশ আর কিছুই নহে,— "Read and you will know' শ্ৰীনিখিলনাথ রায় ।