পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SO 8 歌 धेलिछानिक ऽिद्ध । বিষয় আৰ্য্যসমাজে গৃহীত হইয়াছে বলিয়া, আৰ্য্যদের কুষ্ঠিত হওয়া উচি ৮ নয় । আৰ্য্যেরা অনেক বিষয়ে অনাৰ্য্যের নিকট ঋণী। এই ঋ• স্বীকার করিলে এবং অনাৰ্য্যের সহিত সৌহার্দ স্থাপন করিতে পারিলে, আৰ্য্যদের উন্নতির পথ কথঞ্চিৎ পরিস্কৃত হইতে পারে। শ্ৰীনিবারণচন্দ্ৰ সেন বি, এ, । [। কোচবিহার প্রদেশস্থ মাথাভাঙ্গা ছাত্ৰসমিতিতে প্রদত্ত বা অবলম্বনে লিখিত। বাহুল্যভয়ে, শ্ৰীযুক্ত দীনেশচন্দ্র সেনের মতের दांत कब्र। c5व् ना । } বুদ্ধস্থির পরিণাম কি হইবে ? [ বিষ্ণু-পঞ্জর দেশছাড়া হইয়া যায় ! ] আজ প্ৰায় আড়াই হাজার ( ২৩৮৫ ) বৎসর অতীত হইতে চলিল,- পৃথিবীর সর্বপ্রধান চারিটি ধৰ্ম্মের মধ্যে একতমের প্রতিষ্ঠাতা, জগতোর জ্যোতিঃ-স্বরূপ, ভারতবর্ষের একজন প্ৰধান ধৰ্ম্মোপদেশক, একজন পরামযোগী, মহাতপস্বী, নির্বাণ-মুক্তির উপদেষ্টা, আত্মদর্শী মহাপুরুষ, ভগবান গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করিয়াছেন । জগতের অন্য একটি বিশাল ধৰ্ম্মের প্রতিষ্ঠাতা মহাপুরুষ যীশু খৃষ্টের আবির্ভাবের ৪৭৭ বৎসর পূৰ্ব্বে ঐ ঘটনা ঘটিয়াছিল। তখন উত্তরভারতে শিশু নাগ বংশীয় মগধরাজ মহারাজ অজাতশত্রুই রাজচক্ৰবৰ্ত্তী সম্রাট। বিষ্ণু, বায়ু, মৎস্ত, ভাগবত প্ৰভৃতি মহাপুরাণে ইহার নাম পাওয়া যায়। ইহারই রাজত্বকালের অষ্টমবর্ষে ভগবান বুদ্ধদেব দেহরক্ষা করেন। গোরক্ষপুরের নিকট বৰ্ত্তমান কাশিয়া গ্রামে অর্থাৎ সেকালের কুশীনগরের উপকণ্ঠে হিরণ্যবতী নদীতীরে শালবনের মধ্যে এক