পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

属 वैडिश्tनिक द्धि। ব্ৰহ্মাত্মভূঃ সুরাজ্যেষ্ঠঃ পরমেষ্ঠ পিতামহঃ । হিরণ্যগর্ভে লোকেশঃ স্বয়স্থ শচতুরাননঃ ॥ ধাতাজযোনিদ্রু হিণে বিরিঞ্চিঃ কমলাসনঃ ॥ শ্রষ্ট প্রজাপতির্বেধা বিধাতা বিশ্বস্বগ বিধিঃ ॥ ব্ৰহ্মা, আত্মভু, সুরাজ্যেষ্ঠ, পরমেষ্ঠ, পিতামহ, হিরণ্যগৰ্ভ, লোকেশ, স্বয়স্থ, চতুরানন, ধাতা, অজযোনি, ত্রুহিণ, বিরিঞ্চি, কমলাসন, স্ৰষ্টা, প্ৰজাপতি, বেধা, বিধাতা, বিশ্বস্থক ও বিধি এই শব্দগুলি এক পৰ্য্যায়ভাক:৷ কিন্তু অমরের এই পরিগণনা প্ৰকৃত নহে । অমরাদিই শঙ্করাদিকে কুপথগামী করিয়াছিলেন। প্ৰকৃত কথা এই সে, ব্ৰহ্ম সমুদায়ে তিনজন । ১। আত্মভূ বা স্বয়স্থ ব্ৰহ্ম ৷ ২ ৷ পিতামহ ব্ৰহ্মা । ৩। স্বরজ্যেষ্ঠ বা পরমেষ্ঠ ব্ৰহ্মা - এই আত্মভু ব্ৰহ্মাই স্রষ্টা, বিশ্বস্বক, বিধি, বেধা, বিধাতা ও লোকেশ বটেন, এবং তঁহাকে প্ৰজাপতি ও ধাতা ( জগতের পোষণকৰ্ত্তা ) ও বলিতে পার । আর যিনি লোকপিতামহ ব্ৰহ্মা বা আদি মানব, তিনি প্ৰজাপতি, হিরণ্যগৰ্ভ ( কেন না। স্বৰ্ণােণ্ড প্রভাব |) অজযোনি ( পৃথিবীর আদি উৎপত্তি স্থান ইলাবৃতবর্ষ নাভি বা উৎপত্তিস্থান, পুষ্কর নামেও বর্ণিত হইয়াছে তাই তাহার নাম নাভিপদ্মজ বা অঞ্জযোনি ) আপি চ তিনি সকলের ঠাকুরদাদা বলিয়াও পিতামহ বটেন । এবং যিনি সুরাজ্যেষ্ঠ ব্ৰহ্মা, তিনিই পরমেষ্ঠ ( কেন না। তিনি পরমস্থান পরামব্যোম বা উত্তর কুরুতে বাস করিতেছেন)। চতুরানন, ( কেননা চরিবেদে পারদৃশ্ব বলিয়া তাহার উপাধি চতুমুখ ছিল ) বিরিঞ্চি প্ৰজাপতি ও ধাতা বটেন । তঁহাকে অজ যোনিও বলা যায় ; কেননা তাহারও জন্মভূমি আদি ব্যোম ইলাবৃতবর্ষ। ধাতা কেন ? তঁহার উহা মাতৃদত্ত নাম। তিনি দ্বাদশাদিত্যের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তাই তঁহার বিশেষণ সুরাজ্যেষ্ঠ । তাই বায়ুপুরাণ বলিয়াছেন ;-