পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরেজ শাসনে বিক্রমপুর RS সংগ্রন্থের ক্ষমতা । এই দেওয়ানী গ্রহণের পর হইতে কোম্পানী-কর্তৃক ঢাকা প্রদেশের শাসন সংরক্ষণের কৰ্য্যাদি নির্বাচিত হইতে থাকে। কোম্পানীর কৰ্ম্মচারিগণ ও প্ৰথমে নবাবী আমলের ন্যায় রাজ করা আদায়ের নিমিত্ত হুজুরি ও নিজামত এই দুইটি বিভাগ স্থাপন করিয়াছিলেন। হুজুরি বিভাগ প্রাদেশিক দেওয়ানের অধীন এবং দেওয়ানখানা মুর্শিদাবাদে স্থাপিত থাকে, এবং পূর্বের ন্যায় ঢাকা নগরে ডেপুটি দেওয়ানের কাৰ্য্যালয় প্রতিষ্ঠিত হয় । নিজামতের সেরেস্তা ও এ প্রদেশের রাজস্বসংগ্ৰত ভূমির বন্দোবস্ত প্রভৃতি আবশ্যকীয় গুরুতর কম্মের ভার ও ডেপুটি দেওয়ানের হাতে ছিল । ফৌজদারী ও দেওয়ানী বিচারকাৰ্য্যও নিজামতে ছিল । ১৭৬৯ খ্ৰীষ্টাব্দে রেভেনিউ বোড কর্তৃক একজন রাজস্ব পরিদর্শকের পদ সৃষ্ট হয়-হুজুরি ও নিজামত বিভাগের কাৰ্য্য-প্ৰণালীর উপর ও তাহার সম্পূর্ণ কর্তৃত্ব থাকে। ১৭৭২ খৃষ্টাব্দে ওয়ারেন চেষ্টিংস যখন বঙ্গদেশের গবর্ণরের পদ গ্ৰহণ করিয়া আসেন, তখন তিনি রাজস্ব পরিাদর্শকের পদগুলি উঠাইয়া দিয়া তৎপরিবৰ্ত্তে কালেক্টরের পদ সৃষ্টি করেন । সেই বৎসরই দেওয়ানী আদালত সৃষ্টি হইয়া কালেক্টর। তাছার সৰ্ব্বময় কৰ্ত্তারূপে নিযুক্ত হন । এ সময়েই পরম অত্যাচারী নিৰ্দয় প্রাকৃতির রাজস্ব কৰ্ম্মচারী রেজা খাঁ বিতাড়িত হইয়া তৎপদে মিডলটন সাহেব নিযুক্ত হন । ১৭৭৫ খ্ৰীষ্টাব্দে পূৰ্ব্ববিভাগের জন্য ঢাকায় এক মন্ত্রিসভার গঠন হয় । ইহার অধীনে স্থানে স্থানে নায়েব নিযুক্ত হয় ; এ সকল নায়েবের ইজারাদারের নিকট হইতে রাজস্ব সংগ্ৰহে প্রবৃত্ত হন । সে সময়ে এই মন্ত্রিসভার শেষ আবেদন ( appeal ) gDD BBDS SBBDS SLEESKLYS DDD BDS D DDD SMBLBS JD (Day) সাহেব ঢাকার ম্যাজিষ্ট্রেট • ও কালেক্টরের পদে ও মিঃ ডান ১ { ৫ম বর্ষ ) ঢাকার প্রাদেশিক भमिङान्न १छैन ।