পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের সামগ্ৰী । () স্থান নামক পুস্তকে, ইহাদিগের সম্বন্ধে যাহা কিছু লিখিয়াছেন, তাহারই উপর নির্ভর করিয়া এ স্থলে ইহুদিগের উল্লেখ করা হইল। কৰ্ণেল টড রাজাবলীর অনুসারে, পরীক্ষি ত হইতে আরম্ভ করিয়া রাজপাল পৰ্য্যন্ত চারি বংশের বংশাবলী দিয়াছেন । ইহাদিগের মধ্য হাঁটতে প্ৰথম বংশের ২৮ জন রাজার নাম বিষ্ণু পুরাণ ও ভাগবত পদত্ত সেই বংশের রাজাদিগের নামের সহিত তুলনা করিলে, চারিটি রাজার নামের সহিতই পরস্পর মিল পাওয়া যায়। অতএব উহাদিগের দ্বারা প্ৰাচীন ইতিহাসের অনুকূলে সাহায্য পাইবার খুব কমই সম্ভাবনা । ( 4 ) নেপালের বংশাবলী,-নেপালে পার্বতীয় বংশাবলী নামক এক পুস্তক পাওয়া সায় । ইহাতে কলিযুগের প্রারম্ভ হইতে আরম্ভ করিয়া খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দী পৰ্য্যন্ত উত্তর দেশের রাজ্যশাসক ভিন্ন ভিন্ন বংশের নামাবলী ও প্রত্যেক রাজার রাজত্বকাল প্ৰদত্ত হইয়াছে । কিন্তু তথা ৩ইতেই প্ৰাপ্ত শীত লিপি সমূহ ও হস্তলিখিত পুস্তকাবলীতে @l資す マエマラJ রাজাদিগের নাম ও উক্ত ধংশাবলীর তুলনা করিলে, উচ্চা অভ্রান্ত বলিয়া প্রমাণিত ৩য় না । উদাহরণ স্বরূপ cતશૂન, ঠাকুরী বংশের রাজা অংশুসংশয়ার শীলালিপি হইতে খুঃ সপ্তম শতাব্দীর পূর্বাদ্ধে উৰ্তাহার আবির্ভাব কাল উপলব্ধ হয় । চীন দেশীয় ঘা শ্ৰী হুয়েন সাং প্ৰায় ৬.৩৭ খৃঃ অঃ নেপালে উপস্থিত হন। উঠার অল্প কাল পূর্বেই অংশুবৰ্ম্মার মৃত্যু হয়,- ইহা উক্ত ধাত্ৰীব লিপি হইতেই অবগত ৩ ওয়া যায়। কিন্তু উক্ত বংশাধী অনুসারে, তাহার আবির্ভাব খৃষ্ট পূর্ব সপ্তম শতাব্দীতেই স্বীকার করতে হয় । এ অবস্থায় ঐ বংশাবলী প্রাচীন ইতিহাসের নিমিত্ত উপযোগ হইতে পারে না । প্ৰাচীন সময়ের রাজদেগের নাম সমূহের মধ্য হুইতে কত ক গুলি ঠিক পটে, কিন্তু সব গুলি সেরূপ নহে। এই YBDDD DSDggB DBtBSBBBBB SSDBSS S gL LLSDDDDS0DD KESS DuDBDB ॐ३द्मitछ ।