পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খণ্ডগিরি ও উদয়গিরি । Vovò দেন কঠোর বৈরাগ্য ব্রাতধারী সংসারে সম্পূর্ণরূপ বীতস্পৃহ বৌদ্ধ সন্ন্যাসিগণ কোন ও রূপে বাতাতপের আক্রমণ হইতে দেহ : রক্ষা করিবার জন্য এই গুলি নিৰ্ম্মাণ করিয়াছিলেন । এ সকল গুম্ফার মধ্যে একজন মানুষের হাত পা ছাড়াইয়া শয়ন করা দূরে থাকুক। বরং বসিলেই মাথার সহিত গুম্ফার ছাদের বিশেষ কোনও ব্যবধান থাকে না, এ সব গুস্ফার ভিতরে কোনও শিল্পনৈপুণ্য নাই। কোনওরূপ শিল্পচাতুৰ্য্য বিহীন কুরারোহ গিরিগাত্রস্থিত এ সকল গুম্ফা গুলি কালের নিষ্পেষণ হইতে এখনও জীৰ্ণদেহ নিজ অস্তিত্ব রক্ষা কারিয়া আদিকালে ভারতবর্ষে মানবের বাসগৃহ কি রূপ ছিল, তাহার সাক্ষ্য দিতেছে । উদয়গিরির এসকল গুম্ফার ন্যায় প্রাচীন গুহ। ভারতবর্ষের আর কোথাও দৃষ্ট হয় না। ঠাণ্টার সাথে বা এই গুম্ফা গুলিকে খৃঃ পূঃ ২• ০ বৎসরের বলিয়া নির্ণয় করিয়াছিলেন ; কিন্তু রাজেন্দ্ৰ লাল মিত্ৰ বহু গবেষণা দ্বারা স্থির করিয়াছিলেন যে, এই গুলি খৃষ্টের জন্মের প্রায় তিনশত বৎসর পূৰ্ব্বে নিৰ্ম্মিত গুইয়াছিল,* ইহাদিগকে মনুষ্যবাসের উপযুক্ত কোন ক্ৰমেই বলা যাইতে পারে না । হাণ্টার সাহেব এই গুম্বক। সম্বন্ধে লিখিয়াছেন “They holt's rather than habitations, and do not even বৌদ্ধযুগের প্রথমাবস্থার 있, 1 txhibit those traces of primitive Carpentry architecture which the earliest of the western specimens disclose. Some of them are so old that the face of the rock has fallen down, and left the caves in ruins. The men who, year after year, cronched in these holes, and Cramped their limbs within their narrow limits, must

  • Hunter's Statistical Account of Puri p. 73.