পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O {ङठञ्छ्ांभिक द्वि । প্ৰাণী অপুৰ্ব্ব রূপলাবণ্যবতী গোপার প্ৰেম তুচ্ছ করিয়া নিদ্রিতা সুরসুন্দরীর অৰ্দ্ধবিকশিত শতদলের মত প্ৰফুল্ল ও বিমল হাস্য রেখা বিভাসিত কমনীয় বদনের শোভা দর্শনেও প্রীতি ও প্রেমের আকর্ষণ Cマ下さIGN করিয় ছেদন করিলে সন্ন্যাসী ? সে যে আর তোমা বই জানিত না । সে যে শয়নে স্বপনে তোমাকেষ্ট ধ্রুবতারা জ্ঞান করিত। তায় ! কঠোরহৃদয় সমুদয় ভুলিলে ? ঐ দেখা সোণার শিশু হাসিমুখে নিদ্রামগ্ন, একবার কি এই স্বগীয় কুসুমটিকে বক্ষে তুলিয়া লইতেও সদয় কঁাপিল না ? কেমন করিয়া পদদ্বয় অগ্রসর চাইল ? বৃদ্ধ পিতা শুদ্ধোদন,-পুত্ৰগত প্ৰাণ শুদ্ধোন্দন-একমাত্র আশা-একমাত্র অবলম্বন তুমি, বড় আশায় সে যে দিন কাটাইতেছিল, এই কি তঁহার অগাধ মেহের প্রতিদান ? হায় । DBDSKBB BDBBDSTBBDDSDDuBBDB S SDTS DBS DBBDTS SDDBDS মাতা, তাই এমন ত্যাগী রাজসন্ন্যাসীকে বক্ষে ধারণ করিতে পারিয়াছিলে । পাঠক ! অই দেখ, নীরব নিশীথে তাগী সন্ন্যাসী জগতের মায়ার বন্ধন ছেদন করিয়া, মানবের হি তাৰ্থ আত্মসুখে জলাঞ্জলি দিলেন । আমি ভাবিতেছিলাম, আত্ম-বিস্মত হইয়া, মনের মধ্যে কেবল জাগিতেছিল, ত্যাগী পুরুষের অলৌকিক জীবনের সার্থকতা । স্বৰ্গপুরী গুম্বকার পাশ্বেই এই ক্ষুদ্র গুম্ফা দুইটি অবস্থিত ; বিশেষত্ব কিছুই নাই, তবে এই গুম্ফার মধ্যে একটী বোধিবৃক্ষ स भू-छि । ९;" । ও তাহার দুইদিকে দুইটি ধ্যানপরায়ণ মৰ্ত্তি স্থাপিত রহিয়াছে । স্বৰ্গপুর গুম্ফার ও জয়া বিজয়া গুম্বকার নিকটে মাণিকপুর, বৈকুণ্ঠ, পাতালপুর, যমপুর, মর্ত্যলোক, দ্বারকাপুর প্রভৃতি বহুতর গুম্মফা বিরাজিত বহিয়াছে । এ সমুদয়ের বিস্তৃত বিবরণ নিম্প্রয়োজন । ইহানের মধ্যে বৈকুণ্ঠপুর-গুম্ফা ও যমপুর-গুম্ফার নাম উল্লেখযোগ্য বিবেচনা করি। রাণীনুর গুম্ফার মত বৈকুণ্ঠ বৈকুণ্ঠপুর গুশক্ষ। পুর-গুম্বফাও দ্বিতল, ইহার উপরাংশের নাম