পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yo ঐতিহাসিক fisca দেওয়ানের সহিত মিত্ৰতা করেন এবং গুরুতর দণ্ডের ভয় দেখাইয়া আবদুল ওয়াহিদ ও তাহার সৈন্যদলকে বিদায় করিয়া দেন । দেওয়ান অনতিবিলম্বে দেওয়ানী-আমে গমন করতঃ উচ্চ কৰ্ম্মচারিগণকে আহবান করিয়া বিদ্ৰোহীদিগের স্বভাবের বিষয় রাজকীয় দপ্তরে লিপিবদ্ধ করিয়া রাখিয়া, তাহাদিগকে সৈন্যদল হইতে বিতাড়িত করিতে আদেশ করেন । তৎসহ বকেয়া সমস্ত বাকী পরিশোধ করিবার নিমিত্ত জমিদারবর্গের প্রতি ও তংখা প্রদত্ত হয় । দেওয়ান আনুপূর্বিক সমস্ত ঘটনা সম্রাটের নিকট লিখিয়া পঠাইয়া চিস্ত করিলেন যে, যুবরাজ হয় তো ইহার পরেও র্তাহার প্রাণসংহারের চেষ্টা করিবেন। সুতরাং তঁহার পক্ষে তৎস্থান পরিত্যাগই শ্রেয় স্থির করতঃ জমিদারবর্গ ও কৰ্ম্মচারিগণের সহিত কার্য্যালয় স্থানান্তরিত হইবার উপযোগী একটী স্থান নির্দেশ করিতে প্ৰবৃত্ত হইলেন। সকলেই চুণাখালি পরগণায় মুকসুদাবাদে দেওয়ানী স্থানান্তরিত করিবার পরামর্শ দিলেন । উহার উত্তর ও পশ্চিম অংশে আকবর নগর এবং বঙ্গ-প্ৰবেশের দ্বারস্বরূপ শাকরিগলি, এবং তেলিয়াঘারি অবস্থিত ;-দক্ষিণ ও পশ্চিমে বীরভূম, পাচিট, বিষ্ণুপুর এবং ডেকান ও হিন্দুস্থান হইতে আগমনপণ ঝারখণ্ডের বনরাজিলীলা ;-দক্ষিণ ; পূর্বে বদ্ধমান, এবং উড়িষ্যা যাইবার পন্থা, হুগলী, হিজলী, ইয়ুরোপীয় ও অপরাপর বৈদেশিক বণিকবৃন্দের অর্ণবপোত সমহের সঙ্গম-স্থল বন্দরসমূহ এবং যশহর ও ভূষণা। ;-উত্তর-পূৰ্ব্বে বঙ্গ সুবার রাজধানী জাহাঙ্গীর নগর এবং ইসলামাবাদ, শ্ৰীহট্ট, রঙ্গমাটী, ঘোড়াঘাট, রংপুর ও কুচবেহার প্রভৃতি সিমান্তদুৰ্গ । কারুতলব খা যাবরাজের অনুমতির অপেক্ষা না করিয়াই জমিদারী সেরেস্তার আমলগণ, কাননাগু এবং খালসার অন্যান্য দোত্তয়ানী কৰ্ম্মচারী সমূহ সমভিবাহারে মুকসুদাবাদে প্রস্থান করিলেন। দেওয়ান কুলুরিয়া