পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্রোহের পর বঙ্গের অবস্থা । Sly S মোজা নামক (১) এক জনশূন্য বিজন স্থানে প্রাসাদ এবং খালস। কাৰ্য্যালয় নিৰ্ম্মাণ করতঃ রাজস্ব কাৰ্য্যে মনোনিবেশ করিলেন । সমাট এই সময় দক্ষিণাত্যে ছিলেন ; তিনি যবরাজের এবস্তপ্রকার কাৰ্যোর সংবাদ পাইয়া, অতিশয় রাগান্বিত হইয়া আজিম ওস্মানকে বেহারে প্রস্তান করিতে পত্র লিখেন । সরবুলেন্দ খ্যার সহায়তায় জাহাঙ্গীর নগরে নায়েব-সুবেদারস্বরূপ কাসা করিবার উদ্দেশ্যে পুল্ল ফরেকসেরকে রাখিয়া সুবরাজ অপর পুত্ৰ সুলতান কেরামুদ্দীন ও পরিজনবর্গ এবং অদ্ধেক সৈন্যদল সহ মুঙ্গের অভিমুখে প্ৰস্থান করিলেন । তথায় শী সুজা কর্তৃক নিৰ্ম্মিত ভগ্ন প্রায় একটা মাৰ্ব্বেল ও কৃষ্ণ প্রস্তরময় প্রাসাদ ছিল কিন্তু তাহার পন্যঃ সংস্কারে প্রভূত অর্থের প্রয়োজন এবং বৰ্ত্তমান সময়ে সমাটের নিকট হইতে কোনরূপ সাহায্যের আশা করা দুরাশামাত্ৰ জ্ঞানে সবরাজ পাটনার ভাগীরথী তীরে একটিী দুর্গ নিৰ্ম্মাণ করতঃ তৎস্তানের নাম আজিমাবাদ রাখিয়া সমস্ত নগর উচ্চ প্রাচীর বেষ্টিত করতঃ বাস করিতে লাগিলেন । বৰ্ষশেষে কার্যতলবখ্যা সমাটের সহিত দৰ্শনমানসে সুবার আয় ব্যয় সংক্রান্ত কাগজ প্ৰস্তুত করতঃ সদর কানন গু দর্পনারায়ণের নিকট তাহার দস্তখতের নিমিত্ত প্রেরণ করেন। (২) । দীপনারায়ণ স্বীয় রািশুম ও কমিসন বাবদ প্ৰাপ্য বাকী তিন লক্ষ টাকা আগে না পাইলে কাগজে দস্তখত করিতে রাজি হন না । দেওয়ান সমাটের নিকট হইতে ফিরিয়া আসিয়া এক লক্ষ টাকা প্ৰদান করিতে স্বীকৃত হন। কিন্তু তত্ৰাচ কাননাগু দস্তখত করেন না । অপর কানন গু জয়নারায়ণ বিনা বন্দোবস্তেই কাগজে (১) মুর্শিদাবাদের জমিদারী কাগজপত্রে এখনও এই মৌজার নাম দেখিতে o e i DLS S BDB DBB E LD BKYKS Y BEDB 0LS KEDKDELK KSE0Y DDD BYBLSKK দস্তখত না করিলে, সম্রাটন-দরবারে তাহা গ্রাহ্য হইত না ।