পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Uf3 C:\5 Y ney g8157 R বংশধরগণের ক্ষমতার হ্রাস হইতে আরম্ভ হয় এবং তঁহার মন্ত্রিবংশ পেশাবাদিগের প্রাধান্য বৃদ্ধি হয়। ক্রমে তঁাতারাই স্বতন্ত্র রাজা চ{লাইতে আরম্ভ করেন । তৃতীয় পেশাবা বালাজী বাজীরা ও পুনাতে রাজধানী স্থাপন করেন । তাহার সময়ে মহারাট্টা ক্ষমতা তুঙ্গ স্থান অধিকার করিয়াছিল। তাহার অসাধারণ রাজনৈতিক প্ৰতিভা সমস্ত মহারাট্টা জাতিকে একত্রিত রাখিতে সক্ষম হইয়াছিল। নিজাম বাতাদুর মহম্মদ সাহের পক্ষ হইতে যুদ্ধ করিতে আসিয়া দ্বিতীয় পেশাবা বাজীরা ওকে মালবের এবং নৰ্ম্মদ হইতে চম্বল পৰ্য্যন্ত সমস্ত ভূভাগের সুবেদারী প্ৰদান করিতে বাধ্য হইয়াছিলেন ; ইহা ব্যতীত খান্দেশ, বেরার, কটক, গুজরাট মহারাষ্ট্রীয় অধীনে ছিল । মহারাট্টার দিল্লীর দ্বারা পৰ্য্যস্ত আপনাদের প্রাতৃত্ব পিস্তার কারিয়াছিল। ইস্তারা বাঙ্গলায় বগীরূপে কর আদায় করিত, রাজপুতদিগের kuuDDB uDuBD gS BBBDD 0 DBBDD KDD BBBSS BDD বলিয়াছিলেন, মহারাট্টার অশ্বারোহী সেনা পশ্চিমে সিন্ধানদের ও পূর্বে ভাগীরথীর সাগরসঙ্গমের জল পান করবে, মঙ্গরাটগণের আধিপত্য DD DBBBDS S DBBtD tBttD BDD D SDBLS0STDBD S SDDBDDDDBgB পূর্ণ হুইয়াছিল। ১৭৬১ খৃষ্টাব্দে ভারতে মঙ্গরাটারাঠি একমাত্র পরাক্রান্ত জাতি যাহারা একাধিপত্য বিস্তার করিতে সক্ষম হঠােত । কিন্তু মহম্মদ সাহ আবদালী সে পথ ধ্বংস করিয়া দিলেন। বালাজী'র ভ্রাতা, রঘুনাথ আহম্মদ সাহের নব অধিকৃত পঞ্চনদ প্রদেশ জোর করিয়া দখল করেন ; ইহার প্রতিশোধ দিবার জন্য ১৭৫৯ খৃষ্টাব্দে আহম্মদ সাহি ভারতে পদার্পণ করেন। মহারাট্টাদিগকে পরাজিত কািরয়া তিনি পুনরায় লাঙ্গোর আপনার অধিকারভুক্ত করেন এবং সসৈন্যে অগ্রসর হইতে আরম্ভ করিয়াছিলেন । পেশাবা এ পরাজয়-বাৰ্ত্তা শ্ৰবণ করিয়া বিশেষ চিন্তিত হন । পেশাবার সৈন্যাধ্যক্ষ সদাশিব রা ও স্বেচ্ছাপূর্বক মহম্মদ সাহের বিপক্ষে সৈন্ত সঞ্চালনের ভারগ্রহণ করিয়াছিলেন। উভয়ে পাণিপথের যুদ্ধক্ষেত্রে