পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S «2bሦ ঐতিহাসিক চিত্ৰ । ইহার বিবরণ জানিতে পারিয়া স্বদেশে রাজার নিকট যথাযথ বর্ণনা করেন। রাজা তাহার দর্শনাকাঙ্ক্ষায় উদগ্রীব হইয়া একশত লোক সমভিব্য হারে IS3 7f7 ( Tag-i shal) fa 4 ( ft3 ( 977 ff (Gya-tson senge) নামক জনৈক ভূ ত্যকে ঐ মহাপুরুষের নিকট প্রেরণ করিলেন । এই ভূত্য যথাসময়ে বহু বিপদ উত্তীর্ণ হইয়া গঙ্গার দক্ষিণ তীরস্থ বিক্রমশিলায় উপস্থিত হন এবং রাজার প্রদত্ত বহু স্বর্ণমুদ্রা সহ ভঁহার লিখিত পত্র দ্বীপাঙ্করের হস্তে অৰ্পণ করেন । দ্বীপাঙ্কর এই সকল অর্থ প্ৰত্যাৰ্পণ করিয়া তিব্বত-গমনে অস্বীকৃত হইলে, ভূ ৩্য ও স্বদেশে প্ৰত্যাবৰ্ত্তন করিতে অস্বীকৃত হইল ও তাহার পদ প্রাস্তে বসিয়া ধৰ্ম্মশিক্ষা করিতে লাগিল । এইরূপে দুই বৎসর অতিবাহিত হইলে গিয়াৎসন সিঞ্জি নানা শাস্ত্ৰে বুৎপত্তি লাভ করিয়া তিব্বতে প্ৰত্যাগমন করেন এবং রাজাদেশে পুনরায় দ্বীপাঞ্চরের নির্বাচিত অপর যে কোন বৌদ্ধ পণ্ডিতকে আনয়নের জন্য মগধে প্রেরিত হন । এই সময় বিদ্বান (লোচভ), গিয়াৎসন সিঞ্জির যশ চতুর্দিকে বিস্তৃত হইয়া পড়িয়াছিল । নাগৎসো (Nag-tsho) নামক জনৈক বৌদ্ধ সন্ন্যাসী এই সময় ইহার শিষ্যত্ব গ্ৰহণ করিবার জন্য আগ্ৰহ প্ৰকাশ BB S BDLEt KBD t KKK K D0 YYSDDS DBD অন্তর্গত ছয়টি বিদ্যালয়ে নানাদেশ হইতে শিক্ষার্থিগণ আগমন করিয়া বিন্য ব্যয়ে শিক্ষালাভ করিতে সমর্থ হইতেন । ধন্যবান বণিকগণ ইহাদের সমস্ত ব্যয় ভার বহন করিতেন । তঁহাদের প্রদত্ত অর্থে ছয়টি ছাত্র শিক্ষাথী, ধৰ্ম্মাখিগণে সৰ্ব্বদা পরিপূর্ণ থাকিস্ত। গিয়াৎসন তথায় উপস্থিত হইলেন। তিকবিতাধিপতি এই সময় একশত অশ্বারোহী ও বহু পদাতিক সৈন্যসহ ভারতবর্ষের উত্তর প্রদেশে অর্থ সংগ্রহে আগমন করেন । সেই সময়েই *

  • তিব্বত পৰ্য্যাটক: শ্ৰীযুক্ত শরচ্চন্দ্ৰ দাস (', t. ক. মহোদয় বলেন তিব্বত প্রদেশে মুসলমানগণ পূৰ্বে Garlong বলিয়া অভিহিত হইতেন ; এক্ষণে তাহাদিগকে

লালোস বলিয়া থাকে ।