পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rt.8 ঐতিহাসিক চিত্ৰ । শোণিত প্রবাহিত ? ইহাদের মা, ভগ্নীই একদিন জহরব্ৰত উদযাপন করিয়াছেন ? সেই জ্বলন্ত শিখায় রাজপুতের কত সুখ, কত শান্তি, কত স্নেহ মমতার করুণ প্ৰতিমা ভস্ম হইয়াছে। যবনের লালসানলে কত রূপ দাবিদগ্ধ কুসুমের মত শুকাইয়াছে ; কিন্তু রাজপুত তথাপি পরাজয় স্বীকার করে নাই । সেই লোলশিখা অতীতের তমোগাির্ভ আলো করিয়া আছে। জানিনা আকবর কোন মন্ত্রবলে সকলকে বশীভূত করিয়াছে ? আকবর কি এতই সৌভাগ্যের দালি ? ভারতলক্ষ্মীর আশীৰ্ব্বাদ কি কেবল মাত্র তারই শিরে বর্ষিত হবে ? শুনিয়াছি, মাকানী *, বেগম মরুভূমে এই দুর্দিান্ত পুত্ৰ প্ৰসব করিয়াছিলেন, বোধ হয়। ভারতবক্ষ মরুময় করিাতেই এই ধূমকেতুর আবির্ভাব। হিন্দুকে আপন কৰ্ম্মফলের উপযুক্ত পুরস্কার দিবার জন্যেই বুঝি আকবরের জন্ম । নতুবা কে সে মোগল ? শুনিয়াছি সুদূর “ফারগান” রাজ্যের বর্বর অধিবাসী মাত্ৰ ! তবে আজি কেন সে মুর্গ হিন্দুর উপর অত্যাচার করিতেছে ? ? 7ः । श्न्लूि अलूछे। কুঃ । প্ৰতাপ, আমি অদৃষ্ট মানি না । ভগবান নিষ্ঠুর নিতেন । তিনি বিনাদোষে পূৰ্ব্ব হইতে কাহাকে ও মারিয়া রাখেন না। অন্যের চোখের জলে মান করাইয়া কাহাকেও সৌভাগ্যের সিংহাসনে বসান না। আমরাই আপনি আপনি অদৃষ্টের নিৰ্ম্মাতা। আমি মানি আকস্মিক দৈব, তাহাও আমাদের অদূরদর্শিতার ফল মাত্র। ঐ মোগলের কাছে vefa Yafif.5f23 E1 s ve 4j37f fa'yi rş3 প্ৰঃ। গুরুদেব এক দিন প্ৰতাপ ও অদৃষ্ট মানিত না, তখন বিশ্বাস ছিল, এই মুষ্টিবদ্ধ অসিধারে কৰ্ম্মফল খণ্ডন করা যায়। এই উন্মুক্ত কৃপাণফলকে সেও আপনি অদৃষ্টলিপি আপনি লিখিতে পারে ; কিন্তু

  • (कह ८कर बदलन शविक्रया दू।