পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RQ . ঐতিহাসিক চিত্র । না হইলে, আমাদের জাতীয় ইতিহাস অসম্পূর্ণ ও অনেক পুরাতত্ত্ব অনুঘাটত থাকিয়া যাইবে । আমরা বিক্রমপুরস্থ খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে মুসলমান প্রতিষ্ঠিত একটা প্ৰাচীন দুর্গের চিত্ৰসম্বলিত ক্ষুদ্র বিবরণ উপস্থিত করিতেছি । দুর্গটী আয়তনে বৃহৎ না হইলেও, ইতিহাসের-অনেক তথ্য ইহfর সঙ্গে জড়িত হইয়া রহিয়াছে । সুতরাং ইতিহাস হিসাবে ইহার भूणा निडाल कभ नग्र । দুৰ্গটী বিক্রমপুরের অন্তর্গত মুন্সীগঞ্জ মহকুমার একটা অতি প্রকাশত স্থানে অবস্থিত । দুর্গের সম্পূর্ণ বিদ্যমান নাই ; যাহা বৰ্ত্তমান আছে তাহাও প্রাচীর পরিবেষ্টিত একটী ক্ষুদ্র দুর্গের ন্যায়। * পুরাতন দুর্গের ইহাই সম্পূর্ণ বিদ্যমান আছে ; অবশিষ্টাংশ ভগ্নস্তাপে পরিণত অথবা নদীগর্ভে নিমজিত হইয়াছে । ইহার উত্তরে, ও পশ্চিমে অৰ্দ্ধমাইল পৰ্য্যন্ত দুর্গের ও সৈন্যবাসের উপযুক্ত নাতি ক্ষুদ্র কুঠৰী, অট্টালিকা ও প্ৰাচীরদির অনেক ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। ইহাতে স্পষ্টই প্ৰতীয়মান হয়, দুর্গের প্রসার এক সময়ে নিতান্ত কম ছিল না । যে সব ইতিহাসে ইহার উল্লেখ আছে, তাহাতে ইহার বিস্তৃত বিবরণ নাই, সুতরাং ইহার সীমা ও পরিধি নির্ণয় করা সহজ সাধ্য নহে। দুর্গট ইছামতী ( বর্তমান ধলেশ্বরী ) নদীর ঠিক তীরে অবস্থিত ছিল । বুভুক্ষুনদী তীরবত্তী-প্রাচীরাবলী গৰ্ভভূত করিয়া সমগ্ৰ দুৰ্গটকে গ্রাস করিতে উদ্যতা হইয়াছিল ; কালক্রমে নদীতে চড়া পড়িয়া দুর্গের অবশিষ্টাংশ রক্ষা পাইয়াছে এবং নদীর অৰ্দ্ধক্রোশ পূর্বে সরিয়া গিয়াছে। বর্তমান দুর্গের পশ্চিম ও দক্ষিণ দিকের স্থান নিরীক্ষণ করিলে নিতান্ত i i D DBDBDB YDBS DDDS DDD DDBBB S BDBDBB S BDDD DBDB DDBDBDBBDD BB DBBBLLL DLDLLDBLLL BB LLLL BLBLSGGL L L BBLBLt LLLLL S