পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একটী পুরাতন দুৰ্গ । TII BBBD uBtBB uE BDDDDD DDD uBuuD S SDuu ttuBuBKS g টিলার মধ্যে ধনাগার স্থাপিত ছিল। এই দুর্গের মধ্যভাগে পশ্চিমাংশে একটা জলাশয় আছে এবং সেই জলাশয় হইতে টিলার উপরিভাগ পৰ্য্যন্ত প্ৰশস্ত সিড়ি আছে। এই সোপানাবলীর বাম পাশে নিমে একটী গোলাকার কুঠারী আছে ; লোকে বলে উহাতে বারুদ রক্ষিত্ত ঠাইত । এক্ষণে উহ। উই এবং ইকুরের বাস, ইহাও জীর্ণসংস্কারের সময় রুদ্ধ করা হইয়াছে । টিলার উপর হইতে দক্ষিণ পূৰ্ব্বকোণে নিম্নাভিমুখে একটা সংকীর্ণ BDLDLS SDBLDS BBBBD DSS DBK DDBBB BBDDBDBD uBBDSS Mg DDLDDD পার্থেই টিলার মধ্যে প্ৰবেশ করিবার দ্বার ছিল । ইহাতে প্ৰতীয়মান ভয় র্যাহারা শক্ৰ প্ৰতিরোধ এবং আত্মরক্ষার নিমিত্তে এই বিপুল আয়োজন করিয়াছিলেন, তাহারা পলায়নের সুবন্দোবস্ত করিতেও ত্রুটি স্বীকার করেন নাই । যে দুর্গ একদিন শত শত সৈন্যের বিচিত্ৰ ভঙ্কারে ও কলরবে। এবং অগ্নিবিষা কামানের ভীষণ শব্দে ও অস্ত্রের ঝনঝনায় শব্দায়মান ছিল, আজ তাহা শান্তিপ্ৰিয় বাঙ্গালী ডেপুটীর বাঙ্গল, তৎসন্নিকটবৰ্ত্তী জেলখানা এবং জনকতক পুলিশ প্রহরীর আবাসে পরিণত হইয়াছে। ডেপুটীর বাঙ্গলা টিলার উপর অবস্থিত । বিখন মুনসীগঞ্জে মহকুমা স্থাপিত হয় এবং তদুপযোগী স্থান পরিস্ক ত করা হয় তখন এই দুর্গ জঙ্গল সমাকীর্ণ ছিল । আজ ইষ্ট পরিস্কৃত হইয়া সুরম্য প্রাসাদে পরিণত 1 চিত্ৰখানি দুর্গের মধ্যস্থিত জলাশয়ের পশ্চিম পার তাইতে তোলা DDDDSS SBDBDBDD SGBBBD uDuBDDB S SgBttBDD DDD SuBBDB0D হয় না । কেবল জলাশয় হইতে উত্থিত সোপানাবলী, টিলা, তদুপরিস্থ বাঙ্গলা, দুর্গের মধ্যস্থ প্ৰাচীরেরর কিয়দংশ এবং নিম্নে সোপানাবলীর নামপাশ্বের-গোলাকার কুঠিরা দেখা যায়।