পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল সাম্রাজ্যের অন্তবিপ্লব। ( পূৰ্ব্ব প্রকাশিতের পর ) কথা-প্রসঙ্গে কন্যার শারীরিক অবস্থা উল্লেখ করিয়া তাহাকে । বাতজরে স্নান করিবার উপদেশ দিলেন এবং জল উষ্ণ করিবার ছলনায় নিজে সম্মুখে দাড়াইয়া ভৃত্যগণকে ঐ পাত্রের নিম্নে অগ্নি সংযোগ করিতে আদেশ করিলেন এবং যতক্ষণ পৰ্য্যস্ত না ঐ হতভাগ্য মৃত্যু মুখে পতিত হইয়াছিল বুঝিতে পারিয়াছিলেন, ততক্ষণ ঐ স্থানেই কন্যার সমক্ষে দণ্ডায়মান রহিলেন । অপর একস্থানে এইরূপ আর ও এক ঘটনার উল্লেখ দেখা যায় । নজর খাঁ নামক তাহারই এক সভাসদ শারীরিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত ছিল । তাহার বীরত্ব ব্যঞ্জক অবয়র বস্তুতই লোকের প্রীতি আকর্ষণ করিত । সাহসিকতা ও জ্ঞান-গরিমার জন্য এই যুবক প্ৰসিদ্ধি লাভ করিয়াছিল। কন্যা বেগম সাহেবার সহিত ইহার গুপ্ত প্ৰণয়ের সংবাদ অবগত হইয়া, শাহজাহান ইহাকে স্বীয় সমক্ষে আহবান করেন ও অত্যন্ত সৌজন্য প্রকাশ পূর্বক তাহাকে যে তাঙ্গুল উপহার দেন, তাহা ভক্ষণ করিয়া এই হতভাগ্য যুবককে আর গুহে প্রত্যাবৰ্ত্তন করিতে হয় নাই, পথি মধ্যেই তাছাকে স্বীয় পালকী অভ্যন্তরে চির নিদ্রায় নিদ্রিত হইতে হইয়াছিল । শাহজাহানের দ্বিতীয়া কন্যা-রোশেনারা বেগম, বেগম সাহেবার স্যায় সৌন্দর্য্যের জন্য খ্যাতি লাভ করিতে সমর্থ হন নাই । ইনি ইহার জ্যেষ্ঠা ভগিনীর ন্যায় চির প্রফুল্লা হাস্যকৌতুক প্ৰিয়া ছিলেন । সৰ্ববিষয়ে ঔরঙ্গজেবের পক্ষ সমর্থন করিতেন বলিয়া দারা ও বেগম সাহেবার অপ্রিয় ছিলেন এবং পিতার নিকট প্ৰতিপত্তি না থাকায়, রাজ্যসংক্রান্ত কোন ব্যাপারেই ইহার অধিকার ছিলনা ; কাজেই ই হার গুহে বেগম সাহেবার দ্যায় ধন রক্সের আধিক্য 3፯ ቕ፵1 ፲ጇ1çማጓ1፵)