পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতিহাসিক চিত্র وا؟ ? (S، হীনতার কথা কীৰ্ত্তন করিত। তাহার কনৌজী ব্ৰাহ্মণ, আদিশূর কর্তৃক আনীত পঞ্চ বাক্ষণের সহিত তেঁাহাদের সংস্রব নাই, ইত্যাদি নানারূপ কথায় তাহাদের গৌরব লাঘবের চেষ্টা করিত। মল্লিক জানকীনাথ ঐ সকল নিন্দার কথা শুনিয়া, স্বীয় কুলগত দোষ বড়ই তীব্রভাবে অনুভব করিলেন । এবং কুলগত ত্রুটির নিরসন ও ও সামাজিক মর্যাদা বৰ্দ্ধানের জন্য, তিনি কৃতসঙ্কল্প হইলেন । তাহার কনিষ্ঠ ভ্রাতা যদুনাথের এক বিবাহযোগ্য কন্যা ছিল । কোন ও সমাজপতি শ্ৰেষ্ঠ কুলীনের সহিত পৃষ্ঠাহার বিবাহ দিয়া কুলো স্নতি করিবার জন্য, ঠাহার আগ্ৰহ জন্মিল । কমল লাহিড়ী নামক একজন সন্ত্রান্ত কুলীন সমাজের প্রধান ছিলেন। তাহার পৌত্র রামচন্দ্ৰ লাহিড়ীর সহিত ভ্রাতৃদঙ্গার বিবাহ দিবার জন্য, জানকীনাথ চেষ্টিত হইলেন ; ইহাতে অনেক আপ ও উঠিল, অনেক বাধা বিদ্যু ঘটিল। কিন্তু অর্থের অসাধা কাৰ্য্যা নাই । জানকীনাথ প্রভূত অর্থ বায় করিয়া, অভীপিসত কাৰ্য্য সম্পন্ন করাইলেন । t DDDDB DDBD DBDBkBB BBDDB BD DBBDB S iDDYSDD DuJS DBBDD DuDD DBS BDBSB BDLD BBBDBD BKKK অর্থ বায় কারিয়া, কমল লাহিড়ীকে সম্বন্ধ সূত্রে আবদ্ধ করিয়াছিলেন, DBDDDSDDD DBDD DDBSS BBDB DDDB BBYS LLLLuLD DDB DBDBBDB রাখিতে অঙ্গীকার কারলেন । জানকীনাথ তাহাকে বশীভূত করিবার জন্য, অনেক চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেহঁ কিছু হহল না ; অগত্যা জানকীনাথ স্বীয় সািববিধ শক্তি প্ৰয়োগে কমল লাহিড়ীকে আয়ত্তাধীন করিতে উদ্যত হইলেন। কমল লাহিড়ী মহা তেজস্বী পুরুষ ছিলেন, “যদুনার্থী অবসাদ বা দোষ” বশত: কুলপাত ভয়ে পৌত্রকে ত্যাগ করিলেন এবং পাঁচ জন কুলীন সহ দেশত্যাগ করিয়া পদ্মার পরপারে ভূষণ পরগণার রাজা কুমুদের আশ্ৰয় গ্ৰহণ পূর্বক বাস করিতে লাগিলেন। তাহার পৌত্র রামচন্দ্ৰ লাহিড়ী নিকৃষ্ট শ্রোত্ৰিয় যদুনাথের কন্যা