পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N9wS9yY थेडिशनिक फ़िल्म । প্ৰাবল্য হেতু সে সমুদয় মূৰ্ত্তি এখন হিন্দু দেবতারূপে হিন্দুর দেবমন্দিরে দুপুজিত হইতেছে। হিন্দুধৰ্ম্মের মধ্যে যেরূপ ভগবানকে আরাধনা করিবার নিমিত্ত সাকার ও নিরাকার উপাসনার দুইটি স্তর আছে, বৌদ্ধধৰ্ম্মের ক্রমাবনতির সঙ্গেও তদ্রুপ নানাবিধ মূৰ্ত্তিপূজা তাহাদের মধ্যে প্ৰবেশ লাভ করিয়াছিল । পুরাতত্ত্বানুসন্ধানের বুদ্ধির সঙ্গে সঙ্গে দিন দিন আমরা যে সকল বৌদ্ধমূৰ্ত্তি প্ৰাপ্ত হইতেছি, তাহা সেই ক্ৰমাবনতির সঙ্গে সঙ্গেই উদ্ভুত । প্ৰত্যেক ধৰ্ম্মসম্প্রদায়ের মধ্যে দুই শ্রেণীর লোক থাকে । এক শ্রেণী শিক্ষিত ও উন্নত, অপর শ্রেণী অশিক্ষিত অথচ ভক্তিতে নত। উচ্চ শ্রেণীর লোকেরা যখন দেখিতে পায় যে, তাহারা ধৰ্ম্মের যে সকল গুঢ়তত্ত্ব ও প্রকৃত জ্ঞান: বিদ্যা ও জ্ঞান বত্তার দ্বারা আয়ত্ত করতে সমর্থ হইয়াছে, তাহাদেরক্ত সমধম্মী অজ্ঞ লোকেরা অজ্ঞতা নিবন্ধন তাহা অনুভব করিতেছে না ; তখন তাহারা সমধৰ্ম্মী লোকদিগকে ধৰ্ম্মের সংকীর্ণতার মধ্য দিয়া, প্রকৃত মূল-কেন্দ্রে পৌছাইবার জন্য নানাবিধ পন্থার স্বাক্ট করে, সে সকল সহজ ও সরল পথ সাধারণে অনুসরণ করে বালয়াই, উহা সৰ্ব্বত্র সহজে ব্যাপ্ত হইয়া পড়ে, এবং কালবেশে আরও বিকৃত হইয়া অদ্ভুত অদ্ভুত ধৰ্ম্ম ও মতের সৃষ্টি করে । তাত্মিকতাপূর্ণ মহাযান মত, এইরূপেই ভারতবষীয় বৌদ্ধগণের মধ্যে বিস্তৃত হইয়া পড়ে । এই নিমিত্তই ভারতবর্ষের প্রায় প্রতি গ্রামেষ্ট প্রাচীন বৌদ্ধ তান্ত্রিকতাপূর্ণ মহাযানমতামুযায়ী নানাবিধ কল্পিত আকৃতিবিশিষ্ট বৌদ্ধমূৰ্ত্তিসমূহ দেখিতে পাওয়া যায়। • এ সকল রূপকামূৰ্ত্তি সমূহ এতদিন পৰ্যন্ত কাহারও মনোযোগ আকর্ষণ a Nearly every village throughout the Buddhist Holy Land contains old Mahayana and Trantrick Buddhist Sculptures, and have also seen these at most of the old Buddhist sites visited by me in other parts of India J. R. A. S. 1894-L. A. Waddell M. B. M. R. A. S.'s. article on the Indian Buddhist Cult of Avalokita p. 5 •