পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q 6 B ঐতিহাসিক চিত্ৰ । বয়ঃপ্ৰাপ্ত হইলেন, রাজা বিবাহের পাত্ৰানুসন্ধানে প্ৰবৃত্ত হইলেন, এদিকে DDDB KBDDSDBBBD DDD BBD DBDBD BDK SS S BB DDBBSDk ক্রুদ্ধ হইয়া কন্যাকে একটি মঠে ( আশ্রমে ) পাঠাইয়া দিলেন এবং আশ্রমের অধিবাসিনী রমণীগণের সর্ববিধ নীচ কার্য্য সম্পাদনে ব্রতী করিলেন । তথাপি ও কিন্তু কন্যার মত পরিবৰ্ত্তিত হইল না । রাজা ইহাতে আরও ক্রোধান্বিত হইলেন, তিনি কোয়ান উইনকে হত্যা করিবার জন্য জল্লাদের হস্তে অৰ্পণ করিলেন । কিন্তু কি আশ্চৰ্য্য, জল্লাদ কোয়ান উইনকে আসি দ্বারা আঘাত করিবামাত্ৰই তরবারিখানা সহস্র খণ্ডে চূৰ্ণবিচূর্ণ হইয়া গোল—কিন্তু কোয়ান উইনের জীবননাশ দূরে থাকুক, একটি কোশাগ্ৰও কম্পিত হইল না । রাজার ক্ৰোধ আরও বাড়িয়া গেল। তিনি কোয়ান উইনকে শ্বাসরোধ করাইটয়া হত্যা করিতে অনুমতি প্ৰদান করিলেন। এবার তাতার মৃত্যু হইল। কিন্তু যমলোকে মহাবিভ্ৰাট । নরক স্বৰ্গে পরিণত হইল, যম মহা প্ৰমাদ গণিলেন, এ যে সৃষ্টি রসাতলে যায়, নিয়মশৃঙ্খলা কিছুষ্ট থাকে না। নরকে শৃঙ্খলা স্থাপনের জন্য যম কোয়ান উইনকে পুনরুজীবিত করিয়া দিলেন। একটি শতদলোপরি নিঙ্গপোর (Ningpo) নিকটবত্তী পোটল (Potala) বা পুটু দ্বীপে তিনি নয় বৎসর। পৰ্য্যন্ত যমালয় হইতে পুনরুজ্জীবিত হইয়া বাস করিয়াছিলেন । কোয়ান উটনের কীৰ্ত্তিকলাপ দিন দিন চতুদিকে প্রচারিত হইতে আরম্ভ করিল, পীড়িতের পীড়ামুক্তি, সমুদ্রের কারাল কবল ঠাইতে পথভ্ৰষ্ট নাবিকের জীবন রক্ষা প্ৰভৃতি নানাবিধ সৎকীৰ্ত্তিরাজী লোকের মুখে মুখে সৰ্ব্বত্র ঘোষিত হইতে লাগিল । এরূপ সময়ে কোয়ান উইনের পিতার দারুণ পীড়ার সঞ্চার হওয়ায়, কোয়ান উইন নিজের বাহু ছেদন করতঃ সেই মাংস দ্বারা ঔষধ প্ৰস্তুত করিয়া পিতার জীবনরক্ষা করিলেন। এইবার নির্দয় পিতার হৃদয় দ্রবীভূত হইল। কন্যার এইরূপ মহত্বের