পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

OG 8 धेछिशानिक छिद्ध । এই অবলোকিতেশ্বর মূৰ্ত্তিটার তার এরূপ সুন্দর ও ক্ষুদ্র মূৰ্ত্তি এ পৰ্য্যন্ত আর কোথাও আবিষ্কৃত হয় নাই ; ইহা সম্পূর্ণ রকমের নূতন মূৰ্ত্তি। ইনি কোন নামান্তৰ্গত অবলোকিতেশ্বর তাহাও এখন স্থির সিদ্ধান্ত করিতে পারি নাই ; বিক্রমপুরের প্রাচীনত্ব, বৌদ্ধধৰ্ম্মের প্রাধান্য ইত্যাদি কি qहे स्रवtणांकि८ङश्वंद्र नृéि चांद्र! @ भङि श्व्र नाहे ? এই অবলোকিতেশ্বর মূৰ্ত্তিকে দেখিতে দেখিতে আমার সেদিনের কথা মনে পড়ে, যেদিন বৰ্ত্তমানের শ্মশানসদৃশ রামপালের মধ্যে বৌদ্ধ যতিগণের মধুর কণ্ঠনিঃস্থত ধৰ্ম্মসঙ্গীতে চতুর্দিক মুখরিত হইত, যেদিন শীলভদ্র দীপঙ্কর প্রভৃতি মনীষিগণের দিগন্তবিশ্রুত জ্ঞানাগরিমার বাণী সুদূর তিব্বত ও চীন হইতে বিস্তাথিগণকে আহবান করিয়াছিল। যাহাঁদের কীৰ্ত্তিগৌরব ইতিহাসের বক্ষে জীবিত রহিয়া আজ-আমাদিগকে আনন্দে উদ্ভাসিত করিতেছে, আজ সেই পুণ্য তীর্থ বিক্রমপুরের নগণ্য অধিবাসী আমি, আপনাদের নয়নসমক্ষে অবলোকিতেশ্বর দেবের মহিমা-মণ্ডিত চিরসুন্দর মূৰ্ত্তি স্থাপিত করিয়া অতীত গৌরবকাহিনীর পুণ্যস্মৃতিতে আপনাকে ধন্য জ্ঞান করিতেছি। আজ আমার নয়নসমক্ষে রামপালের শ্মশানদৃশ্য দূরে চলিয়া গিয়াছে, আজ দেখিতেছি সৌধমালাপরিশোভিত। উজ্জ্বল আলোক-কণা বিচক্ষুরিত নগরীর নাগরিক সমৃদ্ধি ও জনসভেম্বর কলিনাদের মধ্য দিয়া রামপালের সভঘারামে শত শত ভিক্ষুগণের মধুর কণ্ঠে অবলোকিতেশ্বর দেবের ধানমন্ত্র ধবনিত হইতেছে। ‘ওঁ পদ্মেমণি হু”। আর সেই একদিনের ভক্তিপুষ্পাঞ্জলি-প্ৰাপ্ত, ভক্তগণের চিরআরাধ্য দেব অবলোকিতেশ্বর আপনার জড়দেহ লইয়া কালের বিজয়গৌরব ঘোষণা করিতেছেন। সহঃ সম্পাদক ।