পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‹oፃ ቅ ঐতিহাসিক চিত্ৰ । “তুরাণ’ নামক নগর নিৰ্ম্মাণ করিয়াছিলেন। বিশ্বাসঘাতক তুর তাচার মধ্যম ভ্ৰাতা সামের সহিত মিলিত হইয়া আপনার জ্যেষ্ঠ সহোদর আইরিজিকে হত্যা করেন। আইরিজির পুত্ৰ মানুসাের পিতৃহন্ত তুরকে হত্যা করিয়া প্ৰতিহিংসাবৃত্তি চরিতার্থ করেন । এই ঘটনার অনতিকাল পরে বাদশাহ ফেদুনের মৃত্যুতে তুরাণ বা তর্কস্তান মানুসারের রাজ্যান্তিভুক্ত হইল। মানুসারের রাজত্বের পঞ্চাশত্তম বর্ষে তুর্কস্থানের রাজা পাসাঙ্গার পুত্ৰ আফ্রিাসিয়ার তুরের মৃত্যুর প্রতিহিংসা লইবার জন্য দেশমধ্যে বিদ্রোহ উপস্থিত করিয়াছিলেন এবং মানুসরকে পরাজিত করিয়া জিহুন, বা আমুনাদকে পারস্ত এবং তুর্কস্থানের সীমা নিৰ্দ্ধারণ করেন। মানুসারের মৃত্যুতে তাহার পুত্ৰ নডার: পিতৃসিংহাসনে আরোহণ করেন । নাডার পিতৃ গুণের সম্পূৰ্ণ অধিকারী ছিলেন না । তাতার দুৰ্ব্বণতার পরিচয় পাইয়া আফ্রিাসিয়াল চারি লক্ষ্য সৈন্য সমভিব্যাহারে ১ তাহাকে আক্ৰমণ করিয়া উদ্ব্যস্ত করিয়া তুললেন। দৈবদুৰ্ব্বিপাকে নাডার অফাসিয়াবের হস্তে বন্দী হন ও পরে তৎকত্ত্বক নিহত হন । আফ, সিয়া বা সমগ্র পারস্য দেশ জয় করিয়া তাহার পিতা পাসাঙ্গার অধীনে আনয়ন করিয়াছিলেন। আফাসিয়াদের এই নিষ্ঠুর হত্যা ব্যাপারে পারস্তবাসিগণ মন্মাহত হইয়াছিলেন ও তাহদের দাসত্ব শৃঙ্খল ছিন্ন করিতে সচেষ্ট ই ইয়াছিলেন । YK BBBB BBBS D DD KSYSKSEEED SGSEBSS BBYSYLDBB দাসত্ব শৃঙ্খল ছিন্ন করিলেন। জমিনী জন্মভূমির মুপি পুনরায় উজ্জল করিয়া তুলিলেন ও আফাসিয়াবকে পারস্যদেশ পরিত্যাগ করিতে বাধ্য করাইলেন । এই অপমান আফ,াসিয়াব শীঘ্রই ভুলতে পারিলেন না। তিনি সৈন্ত সংগ্ৰহ করিতে লাগিলেন ও পারস্ত দেশ পুনরায় আক্রমণ করিবার সুযোগ খুজিতে লাগিলেন। পারস্যদেশীয় একাদশ নৃপতি কৈকোবাদের রাজত্ব কালে আফাসিয়াব পুনরায় পারস্তদেশ আক্রমণ করিয়াছিলেন, কিন্তু অদৃষ্ট তাহার বিরোধী হইলেন। তিনি খ্যাতনামা