পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 ঐতিহাসিক চিত্ৰ। লঙ্কা, তামাক, শুপারি সকলই নিজ ক্ষেত্রে উপাদান করে। মৎস্তও অবসর কালে প্রায় প্রতিদিনই ধরিয়া আনে । তিনি এইরূপ গৃহস্থ পরিবারের মাসিক ব্যয় তাহাদের ক্ষেত্রে উপার্জিত জিনিসের মূল্য ধরিয়াও ১০২ টাকার অধিক অনুমান করেন। না। হণ্টার সাহেবের প্রদর্শিত হিসাব পরে প্রদত্ত হইবে। শ্ৰীকেদার নাথ মজুমদার। ময়মনসিংহ সুসঙ্গ রাজবংশের কথা । বঙ্গদেশে সুসঙ্গের প্রাচীন রাজবংশ অনেকের নিকটেষ্ট পরিচিত। এই সুসঙ্গ রাজ্য ময়মনসিংহ জেলার উত্তর প্রান্তে অবস্থিত। এই বংশে বৰ্ত্তমান মহারাজা মুকুন্দচন্দ্ৰ সিংহ বি, এ বাহাদুর মহাশয়ের উদ্ধতন পঞ্চম eKBDLD DtKS tDBBBD BBD S DBDuDBB DSJHCY SDgS YBS KDK করেন। শৈশবাবধি তাহার প্রকৃতি অতি উচ্ছঙ্খল ও স্বাধীন ছিল। তিনি কৈশোরেও অকুতোভয়ে সেই ভয়াল হিংস্ৰ-শ্বাপদ-সম্বুল গভীর গারো পাহাড়ে সৰ্ব্বদাই শিকার ক্রীড়ায় প্ৰবৃত্ত থাকিতেন। পরিণত বয়সে পুর্বনিয়মানুযায়ী জমিদারীর সনন্দ গ্ৰহণার্থ মোগল রাজধানী দিল্লীতে গমন করিয়া বাদ সাত আওরঙ্গজেবের নিকট হইতে সনন্দ লাভ করেন। দিল্লী অবস্থান কালে রাজা রাম সিংহ অস্ত্র-চালনা-কৌশলে ৰাদাসাহিকে সন্তুষ্ট করিয়া ৭ • ০ শত মুন্সবাদারী ৫ ও ৩০ ০ সোওয়ারের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন। কিছু দিন তথায় অবস্থান করিলে, রাজা রাম সিংহের হৃদয়ে স্বাধীন হইবার বাসনা বলবতী হইয়া উঠে ; অবিলম্বে কাৰ্য্য ত্যাগ করিয়া তিনি স্বীয় রাজধানী দুর্গাপুরে প্রত্যাবৰ্ত্তন ও সাধারণতঃ সৈতেীয় অধিনায়ককে বুঝায়।