পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टिहॉनिक 5िख । BCM DBS GDBD SKKD sgD KDD S DDD SDBBDBBBS আপনাদের মণিমাণিক্য আনিয়া উপস্থাপিত করিয়াছিলেন, ভারত সাম্রাজ্যের উজীরের ধন সম্পত্তি তিনি যে ভূগর্ভে নিহিত থাকিতে দিবেন, ইহা কদাচ সম্ভবপর হইতে পারে না । কাজেই তিনি মজলিস রায়ের নিকট হইতে উজীরের ধন-সম্পত্তি প্ৰাপ্তির জন্য পীড়াপীডি করিতে লাগিলেন । মজলিক্স রায় নাদির সাহের সম্মুখে উপস্থিত হইলে তিনি তঁহি ৷ কে উজীরের সমস্ত ধন-সম্পত্তি বাহির করিয়া দিতে বলেন । মজলিস স্নায় উত্তর দেন, “সাহান সাঙ্গ উজীর অত্যন্ত বিলাসী ও মদ্যপায়ী, সমস্ত অর্থ তিনি ব্যয় করিয়া ফেলেন। তঁহার কিছুমাত্র অর্থ সঞ্চিত নাই।” নাদির সাহ এই উত্তরে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া মজলিস রায়কে শাস্তি দিবার জন্য ভয় প্রদর্শন করিতে লাগিলেন। মজলিস রায় যখন বুঝিলেন যে, অর্থগৃধু, নাদিরের হস্ত হইতে নিস্কৃতিলাভের কোনই উপায় নাই, তখন তিনি নিজের সঞ্চিত অর্থ হইতে নগদ এক কোটি টাকা ও অনেক শ্রীরাজহরত লইয়া উপস্থিত হন ও নাদিরের নিকট ব্যক্তি করেন যে, উজীর যাহা কিছু সঞ্চয় করিয়াছিলেন, তাত সাহার নিকট আনিয়া উপস্থাপিত করিলাম। অন্যান্য আমীরগণের পরামর্শক্ৰমে নাদির মজলিস রায়ের কথায় বিশ্বাসস্থাপন না করিয়া তাহাকে যার পর নাষ্ট কষ্ট প্ৰদান করিতে আরম্ভ করেন, এমন কি তঁহার একটি কর্ণ ছেদন করিয়া দেন। যন্ত্রণায় কাতর হইয়াও সেই প্ৰভু ভক্ত বিশ্বাস্ত ব্ৰাহ্মণ-সন্তান স্বীয় প্রভুর ধন-রত্নের কথা কাহারও নিকট ব্যক্তি করিলেন না, নাদির সাহ তাহাকে আরও DD sBDDB BDY SLuDuD DBBB SuDD BBDBS S BBDDD BuDDDBDBDB লইয়া নিজের আবাসে উপস্থিত হন ও একখানি শাণিত অস্ত্ৰ গ্ৰহণ করিয়া তত্বারা আত্মহত্যা সম্পাদন করেন । নাদির সাহ এই সংবাদ অবগত হইয়া যায়পায় মাই ৰিস্মিত হন এবং সেই প্ৰভু ভক্ত ব্ৰাহ্মণ-সন্তানের বিশ্বাস্ততার