পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিয়ার্কস । ( পুৰ্ব্ব প্ৰকাশিতের পর ) ভারত হইতে পারস্য পৰ্যন্ত সমস্ত উপকুলবন্ত্ৰী জনপথ আবিষ্কার কায়িতে গ্ৰীক সম্রাটের একান্ত আগ্ৰহ হইয়াছিল। তিনি সহস্র বাধা বিয়া তুচ্ছ করিয়া তাহার এই ইচ্ছাকে কাৰ্য্যে পরিণত করিয়াছিলেন। এরিয়াণ বলেন, একটা কিছু নুতন ও আশ্চৰ্য্যজনক ব্যাপারের অনুষ্ঠান করিবার প্রবল ইচছ৷ সেকেন্দরের সকল বিধা ও আশঙ্কা ভজন করিয়া fyffry,- His ambition, however, to be always doing something new and astonishing prevailed over all his serpues.’ ঝোলম, চেনব এবং সিন্ধু বাহিয়া ধীরে ধীরে গ্ৰীক বহর সাগরাভিমুখে অগ্রসর হইল। বহু বাধা-বিঘ্নহেতু স্থলসৈন্য মন্থর গতিতে দক্ষিণমুখে চলিয়াছিল। সুতরাং সঙ্গীয় পোত বাহিনীকেও বাধ্য হাঁটয়া পথিমধ্যে বিলম্ব করিতে হইল। প্ৰায় ১০ মাস ক্ষেপানী চালনা করিয়া নৌবহর সিন্ধু নদের মোহানাস্থিত বৰীপের শীর্ষস্থলে উপনীত হইয়া পটল (১) নামক স্থানে কিছু দিন ৰিশ্ৰাম করিল। কানিংহাম সাহেবের মতে গ্ৰীক নৃপতি বৰ্ত্তমান জালানপুরে ঝেলম নদীয় পশ্চিম তীরে শিবির স্থাপন করিয়াছিলেন । * সম্মুখে অপর a Plutarch, Arrian, Diodorus, Curtius, Strabo, Justin, Ptolemy, Pliny প্ৰভৃতি শ্ৰীক লেখকগণ সেকেন্দরের ভারতাক্রমণ সম্পূর্ণ বা আংশিক ভাবে বর্ণনা vfurtcuar i (I) পটল বা পাটল । Cunningham ৰলিয়াছেন ;- "I would therefore suggest that the name may have been derived arom Patala,the "trumpet-flower' (Bignonia Suaveolens), in allusion to the rumpet shape of the province included between the eastern and western branches of the mouth of indus etc.' Ancient Geogr. of India.