পাতা:ঐতিহাসিক চিত্র - পঞ্চম পর্য্যায়.pdf/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☾8 ☾ ঐতিহাসিক চিত্ৰ । মূৰ্ত্তি রাজাদের প্রতিষ্ঠিত ছিল, নচেৎ এত বড় মূৰ্ত্তি সেকালে স্থাপন এবং কলেবরানুযায়ী নৈবেদ্য প্ৰদান যে সে লোকের কৰ্ম্ম নহে ।” তাহার এ উক্তিটি একটু ভাবিবার বটে ; যে যুগে রেল, ষ্টীমারের নাম গন্ধও ছিল না, যে যুগে ৬/কাশীধাম, পুরী প্ৰভৃতি তীর্থে রওনা হইতে হইলে অন্তিম বিদায় লইয়া আসিতে হইত, সে যুগের লোকের পক্ষে এপ্রকার শত শত প্রস্তর নিৰ্ম্মিত মূৰ্ত্তি গঠন ও স্থাপন সাধারণ লোকের সাধ্য বলিয়া কখনও মনে করিতে থারি না । সেন রাজগণ হিন্দু ধৰ্ম্মাবলম্বী ছিলেন এবং বিক্রমপুরে তঁহাদের গৌরবময় রাজধানী ছিল-অতএব এরূপ অনুমান করাই যুক্তিসঙ্গত যে এ সমুদয় প্রস্তর নিৰ্ম্মিত বিষ্ণুমূৰ্ত্তি, সূৰ্য্যমূৰ্ত্তি, রজত নিৰ্ম্মিত ও অষ্টধাতু নিৰ্ম্মিত দেবৰিগ্ৰহাদিও তাহারাই স্থাপন করিয়াছেন, এবং গ্ৰহাচাৰ্য্য বা সুৰ্য্যোপাসক ব্ৰাহ্মণগণের সঙ্গে সঙ্গেই সৌরপ্ৰভাৰ ৰিক্রমপুরে বিশেষরূপে বিস্তৃত হইয় পড়ে। যে সুৰ্য্য মূৰ্ত্তির চিত্ৰ “ঐতিহাসিক চিত্রে” প্ৰকাশিত হইল সে সুৰ্য্যমূৰ্ত্তিটি লেখকের বাসগ্ৰামস্থ একটি পুষ্করিণী খনন করিতে প্ৰায় ৫০-৬০ বৎসর পূৰ্ব্বে পাওয়া গিয়াছিল। মূৰ্ত্তিটি উচ্চে প্রায় ২২ হাত এবং প্রন্থে প্রায় ১২ হাত হইবে । ছিন্ননাসা ;–ছুই হন্তে দু’টি প্রস্ফুটিত কমল স্থত, পরিধানে হাঁটু পৰ্য্যন্ত বিস্তৃত বস্ত্ৰ, দক্ষিণ হন্তের নিম্নাংশে কটিদেশের সহিত নেপালি ছোরার মত ছোরা সংলগ্ন, পদে উপানৎ, এই উপনদ-যুগলের ইতিহাস একটু আলোচনার যোগ্য। বিগত সংখ্যার “সাহিত্য-পরিষৎ পত্রিকায়” পণ্ডিতবর শ্ৰীযুক্ত বিনোদবিহারী বিদ্যাবিনোদ মহাশয় “স্বৰ্য্যপদে উপানৎ” শীর্ষক প্ৰবন্ধে এবিষয়ে যথাসম্ভব আলোচনা করিয়াছেনআমরা বাহুল্য ভয়ে আর ভাহা এখানে উন্থত করিলাম না। তাহার মতে SggO DBD DDLL BDD BBDD DD DiD DDD DBDBBK BBL DDLLL উল্লেখ নাই, তখন অনুমানের উপর নির্ভর করি। উহাকে স্কুও না বলিয়৷ প্রাবরণ বিশেষই বলিলাম।” উপানৎ দেখিতে ঠিক যেন বর্তমান কালের