পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জীবন।
১। গ্রন্থ।
(১)

সুদৃঢ় গৌরবে বাঁধা গ্রন্থ মনোহর;
সম্পদের স্বর্ণজলে নামের অক্ষর
দীপ্ত তাহে। লুব্ধ মনে আগ্রহের ভরে
তুলিয়া লইনু গ্রন্থ কোলের উপরে।

উদঘাটিতে জীবনের সুসম্বন্ধ খাতা।—
দুঃখ কাহিনীর এক কোণাভাঙ্গা পাতা
প্রথমে সম্মুখে মোর পড়িল খুলিয়া।
এ স্মারক চিহ্নে যাই গৌরব ভুলিয়া।

(২)


লিখেছিনু বসি বসি যত্নে অযতনে—
কভূ স্বপ্নদৃষ্ট কথা; কিম্বা জাগরণে
অনুভূত বিষাদের ছোট ছোট গাথা,
কুড়ায়ে কুড়ায়ে পথে যত ছেঁড়া পাতা।

এত ছিন্ন, তবু তারা আছে সুসজ্জিত,
দেব-আশীর্বাদ-সূত্রে একত্র গ্রথিত।
তোমারি চরণতলে লহ দেব, টানি—
তোমারি করুণা-পূত ছিন্ন গ্রন্থখানি।

৪৮