পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চকমালা।

তৃপ্তি আমার, মুগ্ধ প্রাণে কাটিয়ে দেওয়া দিন;
মন্‌ মজাতে নেইক মনের সাধ
জীবন-ভরা থাকুক ধাঁধারে।
বসি রূপের সিংহাসনে, বাজিয়ে প্রেমের বীণ্‌
সুরের নেশায় করে দিয়ে মাৎ,
বিশ্ব রাখা মোহে বাঁধারে।


৮৮