পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সুগত পঞ্চক।


মরণ-গত  অমৃত-পথ
হেরিল যেন আত্মা;
সুধার ধারা ঝরে অধীর ক্রন্দনে।
সজল আঁখি যুগল মুছি——
অর্দ্ধ-অবগুণ্ঠিতা,—
হেরি’ পতির জগদতীত দীপ্তি,
চরণ মূলে  নয়ন তুলে
রহিল ধূলি-লুণ্ঠিতা;
শাক্যকুল লভিল নব তৃপ্তি।
উদ্ধোধিয়া মুগ্ধ প্রাণী
বুদ্ধবাণী ক্ষরিল;
ঝরিল ভবে স্নিগ্ধ নব শান্তি;
বিরহ-শোক-  বিগত লোক,
জীর্ণ জরা মরিল;
নাহিরে দেহে শ্রান্তি —মনে ভ্রান্তি।


(শুদ্ধোদন)

আমি জনক; পালক তুমি!
কুল-পাবন পুত্র!
শুষ্ক মরু, করুণাধারে ভরিলে।

১৫