পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জীবন পঞ্চক
(৩)

যথা  জীবন বাঁধে পুরুষ নারী
অটুট প্রেম-প্রতানে,
চরণ-তলে দলিত রিপুবর্গ;
আলোক ভাতে, স্থখ বিথারি,
ভবনে আর পরাণে;
বিরাজে সেথা চির সুখের স্বর্গ।
নাহি  যৌবনেতে চঞ্চলতা;
চিত্তে চির তুষ্টি;
হাসির গায়ে চন্দ্র চির অঙ্কিত।
স্নিগ্ধ রসে আশার লতা
নিত্য লাভে পুষ্টি;
প্রেমের ফুলে মাধুরী চির সঞ্চিত।

৪৫