পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চকমালা।

নিজ হাতে রাজরাণী ভিখারীর হাতে
দিবেন। বসন অন্ন; তাই, শুভ প্রাতে
দ্বারেতে দরিদ্র কত বসি’ অপেখিয়া—
“দে বসন, দে মা অন্ন” কহিল ডাকিয়া।
বসি’ পুত্রাথিনী দেবী পূজার ভবনে,
শুনিলেন “মা মা” ধ্বনি ভিখারী-বদনে।


মাতৃসম্ভাষণ কর্ণে মধু উগরিল;
“এস বাছা।” বলি যেন প্রাণ উত্তরিল।
উছলিল স্নেহ-সুধা জগতের হিতে।
চলিলেন ধীর পদে ভাবিতে ভাবিতে——
“লালসা-বিলাসে তৃপ্তা নহেরে রমণী;
এ জাবন ধন্য তা’র, হইলে জননী।”

দরিদ্রে বিতরি’ অন্ন বসন সুন্দর,
তৃপ্তি-সুখে পরিপূর্ণ করিয়ে অন্তর,
প্রবেশিতে কক্ষমাকে হেরিলেন রাণী
রাজা শুদ্ধোদন দেবে। বক্ষমাঝে টানি
আদরে চুম্বিয়া স্নাত মুখপদ্ম, পতি
কহিলেন, “একি দেবী-মূর্ত্তি তব সতী!”