পাতা:পঞ্চক মালা - বিজয় চন্দ্র মজুমদার.pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দুঃখ পঞ্চক।
(৩)

(আমি)  পাখীর মত উড়ে যাব বন-হনে।
শিশির ধোয়া পাতার পরে,
তুষার ছোঁয়া হাওয়ার পরে,
ছড়িয়ে দেব পাখা দুটি দুঃখ-দহনে।
বিজন বনের তরু লতায়
ফুল ফুটিলে গাব ব্যথায়;
উঠ্‌বে কেঁপে গীতি-ধ্বনি শূন্য গগনে।
(সে গান্)  যত ভেমো যাবে তত গাব সঘনে।
আকাশ-তলে বাতাস-ভরে
মুঞ্জরিত তরুর পরে-
(মোরে)  দেখে যদি ভাব, অধীর সুখ-বহনে,
(এসে)  দেখো আমার বক্ষ ভাঙ্গা দুঃখ-সহনে।



৫৭